সন্তানের জন্য বাবার ভূমিকা কতটুকু?
‘বাবা’ নামটির সাথে যেমন নির্ভরতা ও বিশ্বাসের জায়গা জড়িয়ে আছে, তেমনি বন্ধু হিসেবেও কিন্তু বাবা হতে পারেন অসাধারণ! যেকোন সন্তান লালন পালনে, মায়ের পাশাপাশি বাবাকেও তাই নিজস্ব দায়িত্বগুলো পালন করে যেতে হবে।
বর্তমানের অধিকাংশ বাবাই কিন্তু সন্তানের ভয়ের জায়গাটি ছেড়ে, বন্ধুর জায়গাটি দখল করতে সক্ষম হয়েছেন! কিন্তু তবু ব্যস্ততা বা ভুল মানসিকতার জন্য, অনেক সন্তানই বিকাশের সাথী হিসেবে বাবাকে পাচ্ছে না। সন্তানের চাহিদা পূরণের পাশাপাশি, বাবার দায়িত্ব আসলে কতটুকু?
—
Positive Parenting এর আগামী ব্যাচে জয়েন করতে কল করুনঃ 01730-018943
অথবা,
আপনি রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে পারেন এবং তারপর আমরা আপনাকে কল করবোঃ
https://forms.gle/RdwLCL15kkauf7wi9
আমাদের সামাজিক মিডিয়াগুলোর সাথে আপনি সংযুক্ত হতে পারেন-
#Subscribe
Facebook: https: https://www.facebook.com/lifespringinstitute/
Instagram: https://www.instagram.com/lifespringinstitute/
YouTube: https://www.youtube.com/c/LifeSpringLimited
LinkedIn: https://www.linkedin.com/company/lifespring/
Website: https://www.lifespringint.com/
রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।