Categories
মুখ ও মুখোশ

বিদ্যুৎ এর অত্যাচারের শিকার চরফ্যাশনের অধিকাংশ গ্রামবাসী।

চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলা চরফ্যাশন জেলার দুলার হাট থানার হাজির হাটে দীর্ঘ দিন যাবত বিদ্যুৎ সমস্যায় ভোগছেন হাজির হাট সহ আসে পাশের আরো কিছু গ্রাম বাসিরা।

কোন রকম লাইন কিংবা আবহাওয়া জনিত কারন ছারাই বিদ্যুৎ সমস্যায় ভোগছেন তারা।
হাজির হাটের অনেকের ই অভিযোগ এই বিদ্যুৎ নিয়ে।

ঘটনার সত্যতা যাচাই করার জন্য প্রতিবাদ.কম এর প্রতিনিধি বিদ্যুৎ অফিসে কল দিলে তারা জানান যে ” এই বিষয়ে কি আপনাকে কৈফিয়ৎ দিতে হবে?” এই বলে তিনি কল কেটে দেন। পরবর্তী অনেক চেষ্টা করেও চরফ্যাশন বিদ্যু অফিসের কারো সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

চরফ্যাশন, হাজির হাটের হাসানুল হক সুভ নামে এক ভুক্তভোগী ব্যাক্তি জানান, বিদ্যুৎ অফিসের লোকেরা খুবই খারাপ আচরন করেন তাদের সাথে। এছাড়াও মাত্রাঅতিরিক্ত লোডশেডিং থাকা সত্বেও গ্রামবাসীকে গুনতে হয় মোটা অংকের বিদ্যুৎ বিল,এমনটা জানিয়েছেন গ্রামবাসীদের কয়েকজন।
তিনি আরো জানান যে কোন কারন ছারাই বিদ্যুৎ থাকেনা।
খাঁ খাঁ দুপুরের রোদ অথবা আমাবস্যার অন্ধকার রাত কোন টাতেই পাচ্ছেন না বিদ্যুৎ।

শুধু হাজির হাট বাসি ই এই সমস্যায় ভুগছেন না, বলে জানান আমাদের চরফ্যাশন প্রতিনিধি।
তিনি বলেন,  পুরো আহাম্মাদ পুর ইউনিয়ন এর সাথেই তারা এমন করে জাচ্ছেন।

তারা এই ভোগান্তি থেকে মুক্তি চান।

উক্ত সমস্যা থেকে রেহাই পেতে ভুক্তভোগী গ্রামবাসী জেলা/উপজেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষন করেছেন।

Leave a Reply