Categories
method Video

আদা চাষ পদ্ধতি।Ginger is a good fruit। বীজহার,রোপন দুরত্ব,সারব্যবস্হাপনা| সঠিক পন্থায় আদাচাষ

আদা ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত লাগানো যায়।বর্তমানে এটা জৈষ্ঠ্য মাস চলছে আদা লাগাতে চাচ্ছেন কিন্তু লাগানো হয়নি তারা যত দ্রুত পারেন আদা লাগানো শেষ করুন। সাধারণত ১২-১৫ গ্রাম ওজনের ১-২টি কুঁড়ি বিশিষ্ট আদার কন্দ লাগানো হয়। প্রায় ১৫ ইঞ্চি দূরে দূরে সারি করে ১.৫ ইঞ্চ গভীরে আদা লাগানো হয়। কন্দ লাগানো পর ভেলী করে দিতে হয়। প্রতি শতাংশ জমিতে ৪ কেজি বীজের প্রয়োজন হয়।এবার জানব সার ব্যবস্থাপনাঃআদার ভাল ফলন পেতে হলে জমির উর্বরতার উপর নির্ভর করে প্রতি শতাংশ জমিতে গোবর সার ২০ কেজি, ইউরিয়া ১ কেজি, টিএসপি ১ কেজি ২০০গ্রাম, এমওপি ১কেজি ২০০ গ্রাম প্রয়োগ করতে হয়। জমি প্রস্তু’তির সময় সমুদয় গোবর, টিএসপি ও এমওপি সার প্রয়োগ করতে হয়। কন্দ লাগানোর ৫০ দিন পর প্রতি শতাংশ জমিতে ৫০০ গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করা হয়। লাগানোর ৯০ দিন ও ১২০ দিন পর যথাক্রমে ২য় ও ৩য় কিস্তি-র সার উপরি প্রয়োগ করা হয়। ভেলা সামান্য কুপিয়ে ১ম কিস্তি-র সার প্রয়োগ করে আবার ভেলা করে দিতে হয়। ২য় ও ৩য় কিস্তি-র উপরি প্রয়োগের সময় প্রতি শতাংশ জমিতে প্রতিবারে ২৫০ গ্রাম ইউরিয়া ও ২০০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। ২য় ও ৩য় কিস্তি-র সার সারির মাঝে প্রয়োগ করে মাটি কোঁদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে সামান্য পরিমাণ মাটি ভেলীতে দিতে হবে। আদার কিছু রোগ রয়েছে। রাইজম রট নামের একটি রোগ রয়েছে এই রোগের কারণ : পিথিয়াম এফানিডারমেটাম নামক ছত্রাক ।এ রোগ আদাতে আক্রমণ করে বলে আদা বড় হতে পারে না ও গাছ দ্রত মরে যায় বলে ক্ষতির সম্ভাবনা থাকে।ক্ষতির নমুনা : প্রথমে পাতা হলুদ হয়ে যায় কিন্তু’ পাতায় কোন দাগ থাকে না।- পরবর্তীতে গাছ ঢলে পড়ে ও শুকিয়ে মরে যায়।- আদা পচে যায় ও ফলন মারাত্মক ভাবে কমে যায় ।আদা লাগানোর ৯-১০ মাস পর উঠানোর উপযোগী হয়। বন্ধুরা কৃষি বিষয়ক এর পরবর্তি ভিডিওতে থাকসে একজন সফল মালটা চাষির মালট চাষের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন।আনার চাষ-৬ Pruning or shaping after transplanting of Anar / Bedena treesআনার/বেদেনা গাছ প্রতিস্থাপনের পর ছাঁটাই বা শেপিংhttps://youtu.be/eBPy5XJbR7o আনার চাষ-5| আনার।বেদেনা বা ডালিমের চারা প্রতিস্থাপন | Replacing the pomegranate treehttps://youtu.be/AGMUTWvpdVw মরিচের ফলন হবে দ্বিগুণ মাত্র১টি পরিচর্যায়।সপ্তাহে ১দিন সময়দিন Double yield of pepper in 1 good carehttps://youtu.be/DVijaJTu6RE মরিচের পোকামাকর দমন ও পাতা কোকরা ঠিক করুন/Insect control of pepper #সোনালী_ফসল_https://youtu.be/j-UJYsr9Fbw মরিচ চাষ-৩। মরিচ গাছ থেকে আর একটাও পাতা। ফুল-ফল ঝড়ে পড়বে না। পদ্ধতি দেখুন। Pepper cultivation https://youtu.be/jdu5tlZwY3c কাঁঠালের রোগ ও প্রতিকার/পচা রোগ/বিভিন্ন পোকা আক্রমন ও দমন/Diseases and remedies of jackfruithttps://youtu.be/xxrmwCe6Uok Pruning share । সিকেচার মেশিন। আমি কিভাবে গাছ ছাটাই করি। আনার গাছ ছাটাই পদ্ধতি। How to prune trees https://youtu.be/JcsDRmWnD9g কীভাবে ফল ড্রপ বন্ধ করবেন| ফল ঝরে পড়ছে কেন? লেবু গাছের ফলন বৃদ্ধির উপায়| Stop wearing lemon dropshttps://youtu.be/pYnvLOdcxUI লেবু পাতা থেকে চারা তৈরি। লেবু পাতা থেকে চারা তৈরি করার পদ্ধতি| Seedlings made from lemon leaveshttps://www.youtube.com/watch?v=1SpGyvbjH08লেবু গাছের পরিচর্যা/ লেবু গাছে থোকায় থোকায় ফুল আসতেসহায়তা করুন /Caring for lemon trees সোনালী ফসলhttps://youtu.be/mJR_w5b6Whs কমলা চাষ-০২। কমলার গুটি আসার পর পরিচর্যা । কমলার গুটি ঝড়ে পরা বন্ধ করুন। Apply pesticides on orangeshttps://youtu.be/pGT6ERy-kOA ধান চাষ-০৫|ধানের ফলন বৃদ্ধির জন্য পদক্ষেপ । The process of growing rice fruithttps://youtu.be/3f1mAOr6nCc ধান চাষ-০৪|ধানের পোকা দমন ।ধানের জমিতে কিটনাশক প্রয়োগের নিয়ম| কিটনাশক স্প্রে |Insect control of ricehttps://youtu.be/OTw_hza_4oo ধান চাষ-3| ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগের নিয়ম | পদ্ধতি | Urea fertilizer in paddy landhttps://youtu.be/2MLChbCnFms ধান চাষ-২| ধানের জমির আগাছা মেরে ফেলুন সামান্য টাকা খরচে- জমি রাখুন আগাছা মুক্ত/Rice herbicidehttps://youtu.be/hmc0wBQL5rc ধান চাষ-১| ধানের চারা রোপন পদ্ধতি| সার প্রোয়াগ পদ্ধতি।জমি তৈরি| Land preparation & paddy cultivationhttps://youtu.be/GFoGq7IGz-g আমের যত্ন-২। আমের গুটি ঝড়ে পড়া বন্ধ করার পদ্ধতি। আমগাছে স্প্রে করুন । Stop wearing mangoeshttps://youtu.be/Hpwy56BpI7sআম গাছে মুকুল আসার আগে পরিচর্যা/Care of mango buds https://www.youtube.com/watch?v=DXx1i8Tc2AQসরিষা বীজ সংগ্রহের পদ্ধতি। কখন কি ভাবে সরিষা বীজ সংগ্রহ করতে হয় দেখুন/Mustard seed collectionhttps://youtu.be/FYi_g2VepUc পেঁপে চাষ/পেঁপে চারা রোপন পদ্ধতি/জমি তৈরি/ পেঁপে চারার পরিচর্যা-Papaya seedling planting methodhttps://youtu.be/S9nYnx8aIgk বাড়িতে লাউ গাছ লাগান/বাড়িতে লাউ চাষ করুন/সবজির চাহিদা মেটাতে লাউ গাছ লাগান/Gourd cultivationhttps://youtu.be/VeOkO_S9Hj8 বড়ই চাষ-2 /আপেলকুল চাষ (দেখতে আকর্ষণীয়, ফলন বেশী) Cool cultivation of https://youtu.be/Vcw8qVYcIwgআরহড় চাষ পদ্ধতি (আটোর কালাই চাষ)/Arhar cultivation method- সোনালী ফসল- চ্যানেলটিতে আপনাকে সাগতম https://youtu.be/wPyQi0uFoI4 যে পদ্ধতিতে শিম চাষে মিলবে শতভাগ সফলতা (শিম চাষ পদ্ধতি দেখুন)/ See the way to get 100% success in bean cultivationhttps://youtu.be/5BfNO1hgEHw শীতকালীন টমেটো চাষ পদ্ধতি (আগাম জাত)/Tomato cultivation methodhttps://youtu.be/wh81odLHR4A #আদাচাষ/Ginger cultivation/生姜栽培_生姜是好水果|আদা চাষ পদ্ধতি।Ginger is a good fruit। বীজহার,রোপন দুরত্ব,সারব্যবস্হাপনা| সঠিক পন্থায় আদাচাষ
https://www.facebook.com/sonali.fosol.334
https://www.instagram.com/sonalifosol8/
https://twitter.com/FosolSonali
https://www.linkedin.com/in/sonali-fosol-41741b1b8/

Leave a Reply