অনেকেই বাটন মোবাইল ব্যবহার করতে চান। জানতে চান ভালো মানের বাটন মোবাইল কোনটি। তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেল। কেননা আমি এই আর্টিকেলটিতে আইটেল ম্যাজিক 3 বাটন মোবাইলটি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি যদি আইটেল ম্যাজিক 3 মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে বলে আশা করছি।
ফোনটি ২০২২ জানুয়ারি থেকে গ্রেডেশন ব্লু কালার ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আসুন ফোনটির খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাক।
মোবাইলটি হলো itel ব্র্যান্ডের যার মডেল হল ম্যাজিক 3, মোবাইলটিতে ২জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। আইটেল ম্যাজিক 3 তে ২ টি সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। মোবাইল ফোনটির ডিসপ্লে সাইজ হলো ২.৮ ইঞ্চি এবং রেজুলেশন ২৪০ x ৩২০ পিক্সেল। ফোনটির র্যাম ৮এমবি, ইন্টার্নাল মেমোরি ৮ এমবি এবং ৩৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।
এই ফোনে ১.৩ মেগাপিক্সেল একটি ক্যামেরা রয়েছে যা ফোনটির মেইন ক্যামেরা। ফোনটিতে কোন সেলফি ক্যামেরা নেই তবে এল ই ডি ফ্ল্যাশ ব্যবহার করা যাবে। ফোনটিতে নেই কোন সেন্সর, ওয়াইফাই, জিপিএস, রেডিও, ইউ এস বি ও এন এফ সি।
১৫০০ মিলিএম্প ব্যাটারি রয়েছে আইটেল ম্যাজিক 3 মোবাইলটিতে। ফোনটিতে পাবেন ৩.৫ এম এম জ্যাক। আর ব্লুটুথ ব্যবহারের সুবিধাও থাকছে এই ফোনটিতে।
মূল্য: আইটেল ম্যাজিক 3 এর মূল্য বাংলাদেশে ২,১৯০ টাকা।
বিঃদ্রঃ আইটেল ম্যাজিক 3 এর মূল্য পরিবর্তিত হতে পারে। তাই ফোনটি কেনার আগে তাদের অফিসিয়াল সাইট থেকে মূল্য জেনে নিন। যেকোনো পণ্য কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে নিন।