Categories
Mobile Mobile price BD

7000 টাকার কমে মিলছে ব্র্যান্ডেড Smart TV, এমন বাম্পার অফার বারবার পাবেন না


যতই স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেটে সময় কাটানো হোক না কেন, অধিকাংশই এখনও টিভি দেখার মধ্যে বিনোদন খোঁজেন। আর চলতি IPL 2023 ক্রিকেট মরশুমে টিভিতে পছন্দের টিমকে খেলতে দেখার উন্মাদনাও বলতে গেলে তুঙ্গে উঠেছে! সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে ভালো মানের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি নতুন টিভি ঘরে আনার কথা ভাবেন এবং এর জন্য আপনার বাজেট হয় ১০,০০০ টাকার কম, তাহলে আর বেশি ভাবনার প্রয়োজন নেই। কারণ, বর্তমানে Amazon ও Flipkart-এর মত জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির অফারে আপনি ভালো ডিসপ্লে, সেরা সাউন্ড আউটপুট ও শক্তিশালী ফিচারযুক্ত টিভি কিনতে পারবেন ৭,০০০ টাকারও কম দামে। হ্যাঁ ঠিকই বলছি, মাত্র এই টাকা খরচ করেই আপনি এখন একটি ভালো টিভি কিনতে পারেন। আর এই প্রতিবেদনে আমরা একরকমই কয়েকটি টিভির হদিশ দেব।

৭,০০০ টাকার কমে কিনুন এই টিভিগুলি, পাবেন দুর্দান্ত বিনোদন

১. Thomson Alpha 60 cm (24 Inch) HD Ready LED Smart Linux TV (24Alpha001): এই টিভিটির মূল্য ৯,৯৯৯ টাকা হলেও এখন এটি ফ্লিপকার্টের মাধ্যমে ৬,৯৯৯ টাকায় কেনা যাবে। সাথে থাকবে ব্যাঙ্ক অফার এবং ৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা।

এতেও ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ২০ ওয়াট অডিও আউটপুটের সুবিধা রয়েছে। এদিকে টিভিটি লিনাক্স (Linux) ওএসে কাজ করবে। মিলবে Netflix, YouTube-এর মত প্ল্যাটফর্মের সাপোর্টও।

২. Infinix Y1 60 cm (24 inch) HD Ready LED Smart Linux TV (24Y1): ১২,৯৯৯ টাকা মূল্যের এই টিভিটি এখন ফ্লিপকার্টের অফারে মাত্র ৬,৭০০ টাকা দিয়ে কেনা যাবে। পুরোনো টিভি এক্সচেঞ্জের ক্ষেত্রে মিলবে আরও ৬,০০০ টাকা পর্যন্ত ছাড়।

এই টিভিটি ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ১৬ ওয়াট স্পিকার বহন করবে। আর এর মাধ্যমে বিভিন্ন ওটিটি অ্যাপ অ্যাক্সেস করা যাবে।

৩. Kodak 60 cm (24 inch) HD Ready LED TV  24HDX100s: কোডাকের এই টিভিটির এমআরপি (MRP) ৮,৪৯৯ টাকা, তবে অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয় জায়গা থেকেই এটি ৬,৪৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ অফারেরও ফায়দা তুলতে পারবেন।

ফিচারের কথা বললে, এই টিভিটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত স্ক্রিন এবং ২০ ওয়াট ক্যাপাসিটির অডিও সেটআপ রয়েছে।

৪. Dyanora 60 cm (24 inch) HD Ready LED TV (DY-LD24H0N): অ্যামাজনে (এবং কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও) এখন এই টিভিটি ৫,৬৯৯ টাকায় কেনা যাবে, তবে এর দাম এমনিতে ১৫,৯৯৯ টাকা। এতে ২,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং ৬০০ টাকার ব্যাঙ্ক অফার কাজে লাগানো যাবে।

এই টিভিতে আপনি পাবেন ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং A+ গ্রেডের ডিসপ্লে। এটি ২০ ওয়াট অডিও আউটপুটও অফার করবে।Source link