Categories
Jobs

সৌদি আরবে চাঁদ উঠেছে কি ২০২৩ – সৌদি আরবে ঈদের চাঁদের খবর ২০২৩

সৌদি আরবে চাঁদ উঠেছে  কি না তা জানতে আমাদের ওয়েবসাইটে জানতে পারবে। শনিবারে আমাদের বাংলাদেশে রোজা শুরু হবে কি না তা জানতে সৌদি আরবে চাঁদ দেখা ১ এপ্রিল রমজানের চাঁদ দেখা গেলে সৌদি আরবের রমজান প্রথম রোজা শুরু হবে অনুরূপভাবে ২ এপ্রিল বাংলাদেশ চাঁদ দেখার উপর নিভর করে তবে সৌদি তে চাঁদ দেখা দেলে তার পরের দিন থেকে রোজা শুরু হয় বাংলাদেশে। প্রথম রোজার চাঁদ দেখা উপর নির্ভরশীল,  এপ্রিল যদি রমজানের চাঁদ দেখা যায় আরবে সৌদি আরবে থেকে আমাদের রোজা শুরু হবে।

রমজান মাস ইসলামের অন্যতম স্তম্ভ। বছরে একটি মাস মুসলিমরা সিয়াম সাধানার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সাধনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস।

Ramadan Calendar 2023

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।Ramadan Calendar 2022 Bangladesh PDF Download (Romjaner Calendar 1443)

সৌদিতে চাঁদ দেখতে পাওয়ার পরই মিশর, কুয়েত, ওমান, কাতারে তা অনুসরণ করা হয়। সেটা আমরা আমাদের মতো করে পালন করি।

এই মাসে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় রোজা পালন করেন। রীতি অনুসারে রমজানে সব মুসলমানই রোজা পালন করে থাকেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খাওয়া ও পানি পান থেকে বিরত থাকেন।

সৌদি আরবের রমজানের সময় সূচি PDF ডাউনলোড

সৌদি আরবে চাঁদ উঠেছে আমাদের জানামতে আজ ১ এপ্রিল চাঁদ দেখা গেছে। সৌদির সাথে আমাদের তুলনা হলো আগামী কাল থেকে আমাদের রোজার সেহরী খাওয়া শুরু ও তারাবি নামাজ শুরু হবে। সৌদি আরবে চাঁদ দেখার পরদিনই কেন বাংলাদেশে চাঁদ দেখা যায়? আর যদি এমনটা হয়েই থাকে, তা হলে চাঁদ দেখা কমিটির দরকারই বা কী? আদি কাল থেকে আমার জানতে পেরেছি যে, সৌদি আরব একটি ইসলাম ধরমের মধ্যে সেরা দেশ তাই আমরা ইসলামিক দেশ গুলো মধ্যে সৌদির চাঁদ দেখার পর আমাদের বাংলাদেশে চাঁদ দেখা যায় পরে দিনে। তার পর প্রবিত্র মাহের রোমজান মাস শুরু হয়ে যায়।

Ramadan Calendar 2022 Bangladesh PDF Download (Romjaner Calendar 1443)

তবে বিষয়  হলো আমাদের আজকে ১ এপ্রিইল সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিনা তা আমাদের ওয়েবসাইটে জানতে পেরেছেন। চাঁদ আার সূর্যের কক্ষপথ ভিন্ন। সূর্য পৃথিবীর চার পাশে চলার জন্য চব্বিশ ঘন্টা সময় নেই আর চাঁদ পৃথিবীর চারপাশে চলার জন্য প্রায় এক মাস সময় নেয়। যেহেতু সূর্য পূর্বদিকে প্রথম দেখা যায় তাই সৌদিআরব থেকে আগে আমাদের দিন শুরু হয়, কিন্তু চাঁদ পশ্চিম দিক থেকে প্রথম দেখা যায় তাই সৌদিআরবে আমাদের থেকে প্রথমে দেখা যায়।