মিশ্র ফল চাষে করে সফলতা লাভ করেছেন তিন শিক্ষার্থী। তারা লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করে সফলতা অর্জন করতে চান। তাদেরকে দেখে অনেক শিক্ষার্থী তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কৃষি কাজে ঝুঁকে পড়ছেন।
জানা যায়, সিরাজগঞ্জ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র এই তিন শিক্ষার্থী। তাদের নাম ওমর ফারুক, সাদ্দাম ও শাহাদত। তারা মধ্য ভদ্রঘাট এলাকায় কয়েক বিঘা জমির উপর কুল চাষ করছেন। প্রথমবারেই সফলতা অর্জন করে লাভবান হতে পেরেছেন। তাদের সফলতা দেখে এলাকার লোকজন কৃষি কাজে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।
তিন শিক্ষার্থী বলেন, আগের বছর আমরা উপজেলা কৃষি অফিসের কাছ থেকে পরামর্শ নিয়ে কাশ্মীরী কুলের ১১০০টি, মাল্টার ১০০টি ও থাই পেয়ারার ৬০০টি চারা আমাদের খামারে রোপণ করি। বছর শেষে এরই মধ্যে প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি করেছি। আমাদের বাগানে কুল প্রতিমণ বিক্রি হচ্ছে ৩০০০-৩২০০ টাকা করে। ১০০টি গাছে এ বছর প্রায় ২০ মণ কুল ধরেছে। কুল বিক্রিও শেষের দিকে।
তরুণ কৃষি উদ্যোক্তা ওমর ফারুক বলেন, আমরা পতিত জমিতে মিশ্র ফলের বাগান করে লাভের মুখ দেখেছি। আমাদের বাগান অনেক সুন্দর হয়েছে। কৃষি অফিসারের পরামর্শে প্রথম বছরই কাশ্মীরী কুল বিক্রি করে লাভ করতে পেরেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, আমরা মিশ্র ফল চাষে সবাইকে আগ্রহ করে তুলছি। আমরা নিয়মিত কৃষি খামার পরিদর্শনের মাধ্যমে তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। মিশ্র ফল চাষে ভালো ফলন পেয়ে তারা অনেক লাভবান হতে পারবেন বলে আশা করছি।