এসএসসি আইসিটি সাজেশন ২০২৩ : প্রিয় পরীক্ষার্থী, হাতে কিন্তু তেমন সময় নেই। তাই অল্প সময়ে অর্থনীতিতে ১০০% প্রস্তুতির জন্য আমরা সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নোত্তরের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের এই সাজেশনটি। অর্থনীতি পরীক্ষায় ভাল করতে হলে শেষ মূহুর্তের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে এই সাজেশনে দেয়া প্রশ্নগুলো ভালভাবে অনুশীলন করবে।
এসএসসি আইসিটি সাজেশন ২০২৩
১. কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা ল্যাভলেস
গ. জেমস ক্লার্ক-ম্যাক্সওয়েল
ঘ. বিল গেটস
২. কোন শতাব্দীর সম্পদ হচ্ছে জ্ঞান?
ক. অষ্টাদশ
খ. উনবিংশ
গ. বিংশ
ঘ. একবিংশ
৩. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?
ক. অ্যাডা লাভলেস
খ. জন কেরি
গ. মার্ক জাকারবার্গ
ঘ. চার্লস ব্যাবেজ
৪. কোনটি সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়?
ক. ই-লার্নিং
খ. ই-মেইল
গ. ই-বুক
ঘ. ওয়ার্ড-বুক
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
নাহিয়ান তার বড় ভাইয়ের কাছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের কথা জানতে চাইল। তার বড় ভাই তাকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত জানালেন।
৫. উদ্দীপকে উল্লেখিত স্যাটেলাইটের নাম কী?
ক. বঙ্গবন্ধু স্যাটেলাইট
খ. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
গ. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২
ঘ. বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩
৬. উপরোক্ত স্যাটেলাইটটি মহাকাশে প্রেরণ করা হয়-
i. ১০ই মে, ২০১৮
ii. দিবাগত রাত ২.১৪ মিনিটে
iii. কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. Virus শব্দের অর্থ কী?
ক. তথ্য মুছে ফেলা
খ. তথ্যের ক্ষতিসাধন করা
গ. তথ্য পরিবর্তন করা
ঘ. তথ্যের প্রতিস্থাপন করা
৮. নিচের কোনটি ই-মেইল সাইট?
ক. In stagram
খ. Facebook
গ. Line
ঘ. Yahoo
৯. পাইরেসি নজরদারি করার সংস্থাটির নাম হচ্ছে-
ক. PDA
খ. BSA
গ. PSA
ঘ. BPS
১০. Out of memory or Not enough memory মেসেজ দূর করতে হলে কী করতে হবে?
ক. অতিরিক্ত Floppy Disk ব্যবহার করতে হবে
খ. অতিরিক্ত RAM ব্যবহার করতে হবে
গ. অতিরিক্ত ROM ব্যবহার করতে হবে
ঘ. অতিরিক্ত Pen drive ব্যবহার করতে হবে
১১. কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন-
i. মাঝে মধ্যে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা
ii. মাঝে মধ্যে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা
iii. মাঝে মধ্যে ডিফ্র্যাগমেন্ট করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. কিন্ডল (Kindle) কী?
ক. প্রতিষ্ঠানের নাম
খ. কার্টুনের নাম
গ. ই-বুক রিডারের নাম
ঘ. সার্চ ইঞ্জিনের নাম
১৩. ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি যন্ত্রের নাম কী?
ক. সিডিরম
খ. ট্যাবলেট
গ. পিডিএ
ঘ. আইফোন
১৪. আইসিটির ব্যবহার কিরূপ?
ক. দ্বিমুখী
খ. ত্রিমুখী
গ. একমুখী
ঘ. সর্বমুখী
১৫. স্মার্টফোন অ্যাপস বানানোর জন্য কোন ধরনের জ্ঞান থাকা প্রয়োজন?
ক. প্রকৌশল
খ. ফ্রিল্যান্সিং
গ. প্রোগ্রামিং
ঘ. ইন্টারনেট
১৬. যার কারনে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা হলো-
i. মোবাইল
ii. ইনফো-গ্রাফিক্স
iii. ই-বুক
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৭. স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি?
ক. \
খ. ÷
গ. /
ঘ. *
১৮. ওপেন অফিস রাইটার কি ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. হিসাব-নিকাশের প্রোগ্রাম
ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
১৯. ওয়ার্ড প্রসেসরে Open অপশনটি কোন বাটনে থাকে?
ক. অফিস বাটনে
খ. পেইজ লেআউট
গ. টেক্সট
ঘ. রিভিউ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
আফসার ওয়ার্ডে একটি কাজ করতে গিয়ে অপশনটি খুঁজে পাচ্ছিল না। তখন আফসারের ভাই তাকে বললেন ইলাস্ট্রেশন গ্রুপে গেলে তুমি অপশনটি খুঁজে পাবে।
২০. আফসার নিচের কোন কাজটি করতে চেয়েছিল?
ক. মার্জিন নির্ধারণ
খ. Font কালার নির্ধারণ
গ. ছবি সংযোজন
ঘ. বুলেট এবং নম্বর এর ব্যবহার
২১. এ গ্রুপের সুবিধাগুলো হলো-
i. page নম্বর দেওয়া
ii. চার্ট যোগ করা
iii. বিভিন্ন ধরনের shape ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. ইন্টার অ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি?
ক. রেডিও
খ. ওয়েবপেজ
গ. সিনেমা
ঘ. টেলিভিশন
২৩. শব্দ কী?
ক. একটি প্রকাশ মাধ্যম
খ. একটি হার্ডওয়্যার
গ. একটি সফটওয়্যার
ঘ. একটি ভাইরাস
২৪. Video কী?
ক. কার্যত এক ধরনের গ্রাফিক্স
খ. এক ধরনের ছায়া
গ. এক ধরনের সমন্বিত চিত্র
ঘ. বাস্তব প্রতিচ্ছবি
২৫. ট্রানজিশনে বিভিন্ন ধরনের শব্দ প্রয়োগ করা যায়। যেমন—
i. Camera
ii. Voltage
iii. Diamond
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
কীভাবে ডাউনলোড করবে: ওপরের “উত্তরমালা” অপশনে ক্লিক করলে তুমি এই বিষয়ের মডেল টেস্ট দেখতে পাবেন। সেখানে এই প্রশ্নগুলোর উত্তর পূর্ণাঙ্গ মডেল টেস্ট আকারে রয়েছে।
প্রিয় পরীক্ষার্থীরা, কোর্সটিকা ওয়েবসাইটে প্রকাশিত সাজেশনগুলোর সবথেকে ভালো দিক হচ্ছে, তোমরা এ সাজেশনগুলো উত্তরসহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। যা অন্য কোন ওয়েবসাইটে দেওয়া হয় না। তাই ওপরে দেওয়া লিংকগুলোতে ক্লিক করে এসএসসি আইসিটি সাজেশন ২০২৩ ডাউনলোড করে নাও। তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য এ সাজেশটি দিয়ে প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরী।
কোর্সটিকায় তোমরা এসএসসি ২০২৩ সকল বিষয়ের সাজেশন পাবে। যা তোমরা PDF ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।