রাজশাহীতে রোজার মাস শুরু হওয়ার আগেই বাজারে সবজির দাম বাড়ছে। বাজারে বেগুন, লেবু, শশা, কলা সহ ছোলার দামও বেড়ে চলেছে। এছাড়া মাছ-মাংসের দাম ও বাড়বে। বাজারে সবজির সরবরাহ কম থাকার কারনে দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে রমজান মাস জুড়ে ক্রেতাদের ভোগান্তির শিকার হতে হবে।
বাজার ঘুরে জানা যায়, রাজশাহীর বাজারগুলোতে সবজির দাম গত সাপ্তাহের চেয়ে অনেক বেড়েছে। প্রতি কেজি বেগুন ২৫-৩০ টাকা থেকে ৩০-৪০ টাকায় বেড়েছে। প্রতি হালি লেবুর দাম বেড়ে দাঁড়িয়েছে ২৫-৩০ টাকায়। প্রতি কেজি শসা দেশি ৪০ এবং হাইবিট ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, পটোল, ঢ্যাঁড়স ও করলের দাম বেড়ে প্রতি কেজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৭০-৮০ টাকা। টমেটো কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। লাউ প্রতিটির দাম পড়ছে ৩০-৪০ টাকা। আর প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ৫০ টাকায়। গাজরের দাম কেজিতে ৫-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
সাহেব বাজারের সবজি বিক্রেতা লিটন আলী বলেন, বাজারে রমজানে ব্যবহৃত বেশীরভাগ সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে টমেটো, শসা, গাজর, লেবু, বগুন ও কাঁচামরিচের দাম বেশি বেড়েছে। রোজা শুরু হলে আরও দাম বাড়তে পারে বলে আশা করছি। এছাড়া মাছমাংসর দাম ও বাড়ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকা। সোনালি মুরগি ৩৩০ থেকে বেড়ে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশী মুরগি ৫৫০ টাকা।
রাজশাহীর বাজারে লাল ডিম ৪৪ টাকা এবং সাদা ডিম ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে। ছোলা কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। বোতলজাত সয়াবিনের দাম প্রতি কেজি ১৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।