Categories
Tips and Tricks

দেখুন খেলা, সিনেমা সহ ওয়েব সিরিজ, ২৯৯ টাকা থেকে সারাবছর


OTT প্ল্যাটফর্মের আবির্ভাবের সাথে ইউজারদের কনটেন্ট দেখার দুনিয়া পুরোপুরি বদলে গেছে। Netflix, Amazon, Disney + Hotstar, SonyLiv সহ বিভিন্ন OTT প্ল্যাটফর্ম আজ সল্প সাবস্ক্রিপশন চার্জ নিয়ে নতুন নতুন কনটেন্ট দেখার সুযোগ দিচ্ছে। এই সাবস্ক্রিপশন প্ল্যানগুলির সাহায্যে ইউজাররা মোবাইল, টিভি, ল্যাপটপ, ট্যাবলেটের মতো স্ক্রিনে পছন্দের কনটেন্ট দেখতে পারবেন। আপনি যদি Amazon Prime, Netflix, Disney+ Hotstar, এর মত প্ল্যাটফর্মগুলির কম বাজেটের সাবস্ক্রিপশন প্ল্যান খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি পড়ুন। এখানে আমরা বিভিন্ন OTT প্ল্যাটফর্মের মোবাইল প্ল্যান নিয়ে আলোচনা করবো।

Amazon Prime Video Mobile plan

Amazon-এর স্মার্টফোন প্ল্যানের দাম ৫৯৯ টাকা। কোম্পানি এই প্ল্যানের নাম দিয়েছে প্রাইম ভিডিও মোবাইল এডিশন এবং এটি শুধুমাত্র ভারতেই পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা এক বছর। রেগুলার প্রাইম মেম্বারশিপের মতো এই প্ল্যানে বিনামূল্যে প্রোডাক্ট ডেলিভারি, অ্যামাজন মিউজিক এবং মাল্টি-ইউজার অ্যাক্সেস এর সুবিধা পাওয়া যায় না।

Netflix Mobile plan

১৪৯ টাকার নেটফ্লিক্স মোবাইল প্ল্যানটি ভারতে উপলব্ধ সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যানগুলির মধ্যে একটি। নেটফ্লিক্সের এই প্ল্যানে ৪৮০ পিক্সেল রেজোলিউশনে এসডি কোয়ালিটিতে ৩০ দিন কনটেন্ট দেখা যাবে। এই মোবাইল সাবস্ক্রিপশনের সাহায্যে, আপনি আপনার মোবাইল ফোন এবং ট্যাবলেটে নেটফ্লিক্স কনটেন্ট স্ট্রিম করতে পারবেন।

Disney+ Hotstar Mobile plan

ডিজনি + হটস্টারের মোবাইল ডিভাইসের জন্য মাসিক এবং বার্ষিক উভয় প্ল্যানই রয়েছে। তিন মাসের প্ল্যানের দাম ১৪৯ টাকা। এক বছরের মেয়াদের প্ল্যানটির দাম ৪৯৯ টাকা। তবে এই দুটি প্ল্যানের সাহায্যে ব্যবহারকারীরা একবারে একটি ডিভাইসে লগইন করতে পারবেন। নতুন ডিভাইসে লগ ইন করলে পুরানো ডিভাইস থেকে লগ আউট হয়ে যায়। আবার এখানে বিজ্ঞাপন-ও দেখতে হবে।

SonyLiv Mobile plan

সনি লিভের মোবাইল প্ল্যানের দাম ৫৯৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি এক বছর। সনি লিভের এই প্ল্যানের সাহায্যে একবারে একটি ডিভাইসে লগইন করা যাবে। এই প্ল্যানে ৭২০ পিক্সেল রেজোলিউশনে কনটেন্ট স্ট্রিম করা যাবে। সিনেমা, টিভি সিরিয়াল এবং ওয়েব সিরিজের মতো কনটেন্ট সনি লিভে দেখার জন্য উপলব্ধ।

Voot Select Mobile plan

ভুট সিলেক্টের ২৯৯ টাকার মোবাইল প্ল্যানের ভ্যালিডিটি এক বছর। এই প্ল্যানে ১টি মোবাইল ডিভাইসে একবারে কনটেন্ট দেখা যাবে। এখানেও ৭২০ পিক্সেল পর্যন্ত রেজোলিউশনে কনটেন্ট দেখা যাবে। এই মোবাইল প্ল্যানে ব্যবহারকারীরা সিনেমা, স্পোর্টস সহ ওয়েব শো দেখতে পারবেন।Source link