Categories
Mobile Mobile price BD

গমগমে সাউন্ডের সাথে সনি ভারতে লঞ্চ করল নতুন হেডফোন, দাম জেনে নিন


ভারতীয় বাজারে পা রাখল Sony সংস্থার নতুন Sony WH-CH720N হেডফোন। নতুন এই ওভার দ্য ইয়ার হেডফোনটি একবার চার্জে ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। আর এতে ব্যবহৃত হয়েছে ব্র্যান্ডের নিজস্ব বি১ চিপ, যা অ্যাক্টিভ নয়েজ ক্যানসলেশনে সাহায্য করবে। তাছাড়া হেডফোনটিতে সংস্থার ইন হাউজ ডিএসইই টেকনোলজি উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক নতুন Sony WH-CH720N হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Sony WH-CH720N হেডফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Sony WH-CH720N নয়েজ ক্যান্সেলিং ওয়্যারলেস হেডফোনের দাম ধার্য করা হয়েছে ৯,৯৯০ টাকা। আগামীকাল অর্থাৎ ১৭ মার্চ থেকে সনি সেন্টার, সনি এক্সক্লুসিভ স্টোর, সনি অনলাইন স্টোর সহ বিভিন্ন ই-কমার্স সাইটের মাধ্যমে কিনতে পাওয়া যাবে এটি। ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট, এই তিনটি কালারে উপলব্ধ সনির নতুন হেডসেটটি।

Sony WH-CH720N হেডফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Sony WH-CH720N হেডফোনটি ৩০ এমএম ডাইনামিক ড্রাইভার সহ এসেছে, যা হাই কোয়ালিটি অডিও সরবরাহের প্রতিশ্রুতি দেয়। তাছাড়া আগেই বলা হয়েছে, ওভার দ্য ইয়ার হেডফোনটি সংস্থার ইন হাউস ইন্টিগ্রেটেড বি১ চিপ দ্বারা চালিত, যা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। শুধু তাই নয়! হেডফোনটিতে অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড বর্তমান। এছাড়া এতে রয়েছে অ্যাপল এয়ারপডের ট্রান্সপারেন্সি মোডের মত বিশেষ ভয়েস মোড, যার ফলে হেডফোনটি না খুলেই ব্যবহারকারী সাধারণ কথোপকথন করতে পারবেন।

অন্যদিকে হেডফোনটিতে থাকছে ডিজিটাল সাউন্ড ইঞ্জিন, যার মাধ্যমে এটি হাই কোয়ালিটির অডিও সরবরাহ করতে সক্ষম। আবার ব্যবহারকারী তার পছন্দমত হেডফোনটি ওয়্যার সহ কিংবা ওয়্যারলেসভাবে ব্যবহার করতে পারবেন। আবার হেডফোনটি ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সহ এসেছে, যাকে একই সাথে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে। উপরন্তু হেয়ারেবলটিতে এসবিসি এবং এএএসি অডিও কোডেক সাপোর্ট করবে।

তদুপরি Sony WH-CH720N হেডফোন হাইরেজ সাউন্ড কোয়ালিটি এবং ওয়েল ব্যালেন্স সাউন্ড টিউনিং অফার করে। এছাড়া হেডফোনটিতে ব্যবহারকারীর পছন্দমত ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। আবার হেডফোনটি একটি নির্দিষ্ট ভয়েস পিকআপ বিম ফর্মিং মাইক দ্বারা সজ্জিত। ফলে ডিভাইসটি ক্রিস্টাল ক্লিয়ার হ্যান্ড ফ্রি কলিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। অবশেষে জানিয়ে রাখি, হেডফোনটির ওজন ১৯২ গ্রাম।

এবার আসা যাক Sony WH-CH720N হেডফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এএনসি ফিচার বন্ধ থাকলে এটি ৫০ ঘণ্টা পর্যন্ত এবং এএনসি ফিচার চালু থাকলে ৩৫ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লে ব্যাক টাইম অফার করতে সক্ষম। আবার ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাই মাত্র তিন মিনিট চার্জে এটি এক ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে।Source link