Categories
Mobile Mobile price BD

30 হাজার টাকা সস্তায় মিলছে LG 1.5 Ton Split AC, এই গ্রীষ্মে কিনলে পাবেন 10 বছরের ওয়ারেন্টি


গ্রীষ্মকাল প্রায় এসেই পড়েছে! ইতিমধ্যে মানে এই ভরা ফাল্গুনে উষ্ণ রোদ্দুর, ঘামে নাকাল হচ্ছেন বঙ্গবাসী তথা ভারতের বিভিন্ন এলাকার মানুষ। স্বাভাবিকভাবেই এবার অনেকে এয়ার কন্ডিশনার, কুলার জাতীয় শীতলতা প্রদানকারী ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কেনার কথা ভাবছেন। সেক্ষেত্রে আপনিও যদি এপ্রিলের গরম পড়ার আগে একটি LG 1.5 Ton Split AC কেনার পরিকল্পনা করেন, তাহলে এটিই কিন্তু আপনার জন্য উপযুক্ত সময় হতে পারে। আসলে এই মুহূর্তে Amazon India-য় এই স্প্লিট এসিতে বাম্পার ছাড় মিলছে। এক্ষেত্রে দামের ওপর ৩০,০০০ টাকার কাছাকাছি ফ্ল্যাট ডিসকাউন্টসহ কিছু ব্যাঙ্ক অফারের ফায়দা মিলবে। আর একদম লেটেস্ট মানে ২০২৩ সালের মডেল হওয়ায় এই LG এসি মেশিনে মিলবে দুর্দান্ত সব ফিচার। আসুন, এখন LG 1.5 Ton 5 Star Split AI Dual Inverter AC-তে উপলব্ধ অফার এবং এর ফিচারসমূহ ঝটপট জেনে নিই।

লেটেস্ট LG 1.5 Ton Split AC মিলছে ব্যাপক ছাড়ে: পাবেন আরও নানা অফার, সুবিধা

এলজি ১.৫ টন ৫ স্টার স্প্লিট এআই ডুয়াল ইনভার্টার এসি এই মুহূর্তের বেস্ট সেলিং মডেল; এর এমআরপি (MRP) এমনিতে ৭৫,৯৯০ টাকা। তবে অ্যামাজন ইন্ডিয়া এখন এই অ্যাপ্লায়েন্সে ৩৮% ছাড় দিচ্ছে যার ফলে এটি ৪৬,৪৯০ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে আগ্রহীরা কিছু ব্যাঙ্ক অফারের সুবিধাও পাবেন – যেমন এসবিআই (SBI), আইসিআইসিআই (ICICI) এবং অ্যাক্সিস (Axis) ব্যাঙ্কের কার্ড মারফত পেমেন্ট করলে মিলবে ২,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়। এছাড়াও পুরনো এসি এক্সচেঞ্জ করলে ২,১৭০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।

উল্লেখ্য, এই এলজি এসি কিনলে আপনারা সামগ্রিকভাবে ১ বছরের ওয়ারেন্টি পাবেন, যেখানে পিসিবি (PCB)-এর ওপর ৫ বছরের ওয়ারেন্টি বিদ্যমান হবে। একইভাবে কম্প্রেসার ও গ্যাস চার্জিংয়ের ক্ষেত্রে পাওয়া যাবে ১০ বছরের ওয়ারেন্টি। সুতরাং কোনো কারণে এসিতে গড়বড় দেখা দিলেও, ভাবনার কিছু নেই!

LG 1.5 Ton 5 Star Split AI Dual Inverter AC-র স্পেসিফিকেশন

নাম দেখেই বুঝতে পারছেন এই এলজি ১.৫ টন ৫ স্টার স্প্লিট এআই ডুয়াল ইনভার্টার এসির ক্যাপাসিটি বা ক্ষমতা ১.৫ টন। সেক্ষেত্রে ৫ স্টার রেটিং থাকায় এটি বিদ্যুৎ সাশ্রয়ের সেরা বিকল্প হতে পারে। এদিকে, এতে কপার কনডেন্সার দেওয়া হয়েছে, সাথে আলাদাভাবে রয়েছে স্লিপ মোডও। উপরন্তু এতে এআই কনভার্টিবল ৬-ইন-ওয়ান ফিচার দেওয়া হয়েছে, যার ফলে এটি চাহিদামত শীতলতা প্রদান করবে।Source link