সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী নাজিফা তুষি হিন্দু ধর্ম গ্রহন করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার নামে পরিচালিত একটি অ্যাকাউন্ট থেকে ছবিসহ একটি টুইট প্রচার করা হচ্ছে।

টুইট বার্তাটি দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।

একই অ্যাকাউন্ট থেকে নাজিফা তুষির হিন্দু ধর্ম গ্রহন নিয়ে ২০২২ সালে প্রচারিত একটি টুইট দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
বাংলাদেশি অভিনেত্রী নাজিফা তুষির হিন্দু ধর্ম গ্রহনের দাবিতে টুইটারে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং তার নামে খোলা একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে একজন ভিন্ন নারীর ছবি সংযুক্ত করে এই দাবিটি প্রচার করা হচ্ছে।
নাজিফা তুষির নামে খোলা টুইটার অ্যাকাউন্টে থাকা নারীর ছবিটি কার?
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গত ২৪ ফেব্রুয়ারি Gournagi_mayapurini নামের অ্যাকাউন্ট দেওয়া একটি পোস্টে নাজিফা তুষির দাবিতে প্রচারিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

এই ছবিটির সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী নাজিফা তুষির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, টুইটারে নাজিফা তুষির ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহনের দাবিতে প্রচারিত ছবিটি নাজিফা তুষির নয় বরং এটি গৌরাঙ্গী গন্ধারভিকা দেবী দাসী নামে এক নারীর ছবি
টুইটার অ্যাকাউন্ট কি নাজিফা তুষির?
টুইটার অ্যাকাউন্টটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, নাজিফা তুষির নামে পরিচালিত অ্যাকাউন্টটি খোলা হয়েছে ২০১৪ সালের নভেম্বরে।

ভারতীয় গণমাধ্যম India Today এর সূত্রে জানা যায়, ২০১৪ সালে অ্যাকাউন্টটি খোলার পর থেকে বিভিন্ন সময়ে এটি Mahadev_Bhakt9, Charanjit_99, Shubham9_IND ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে পরিচালিত হয়েছে।

পাশাপাশি অ্যাকাউন্টটির বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করেও দেখা যায়, অ্যাকাউন্টটি অভিনেত্রী নাজিফা তুষির নয় এবং এটি ভারত থেকে পরিচালিত।
অপরদিকে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে নাজিফা তুষির ফেসবুক পেইজ ও অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়।

এর মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের কন্টাক্ট ইনফো সূত্রে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অস্তিত্ব সম্পর্কে জানা যায়।

এছাড়া ভারতীয় গণমাধ্যম India Today সূত্রে আরও জানা যায়, নাজিফা তুষির কোনো টুইটার অ্যাকাউন্ট নেই।

অর্থাৎ, তার নামে খোলা টুইটার অ্যাকাউন্টটি ভুয়া।
নাজিফা তুষি কি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করেছেন?
নাজিফা তুষির স্বীকৃত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিশ্লেষণ করে তার ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহনের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি মূলধারার কোনো গণমাধ্যমেও এ সম্পর্কিত কোনো তথ্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বরং India Today এর একই প্রতিবেদন সূত্রে নাজিফা তুষির একটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়। সেখানে তিনি বলেন, তিনি একজন বাংলাদেশি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হননি।

মূলত, বাংলাদশি অভিনেত্রী নাজিফা তুষির নামে খোলা একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি টুইট করে দাবি করা হয় যে, নাজিফা তুষি ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম গ্রহন করেছেন। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, নাজিফা তুষি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করেননি এবং তার নামে খোলা এই টুইটার অ্যাকাউন্টটি একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট। এছাড়া অনুসন্ধানে আরও দেখা যায়, নাজিফা তুষি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করলেও তার কোনো টুইটার অ্যাকাউন্টই নেই।
সুতরাং, বাংলাদেশি অভিনেত্রী নাজিফা তুষি হিন্দু ধর্ম গ্রহন করেছেন দাবিতে টুইটারে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।