আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
কমিক বুক এর কথা আসলেই আমাদের অন্য রকম একটি ভাল লাগা কাজ করতে থাকে। কমিক বুক গুলো সাধারণত গতানুগতিক বই গুলোর মত হয় না। এখানে ঘটনা এবং ক্যারেক্টারকে গুলো শুধু কল্পনায় নয় সচিত্র দেখা যায়। বলার অপেক্ষা রাখে না কমিক ইন্ডাস্ট্রি একটি বড় ইন্ডাস্ট্রি। এর উদাহরণ হতে পারে Marvel এবং DC এর মুভি। যারা কয়েক যুগ ধরে বক্স অফিসে রাজত্ব করে আসছে। তো আপনিও যদি কমিক বুক প্রিয় হয়ে থাকেন এবং কমিক পড়তে আগ্রহী হোন তাহলে এই টিউনটি আপনার জন্য। আজকে আমরা দেখতে চলেছি অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫ টি কমিক বুক রিডার।
১. Perfect Viewer
মোবাইল ফোনের জন্য অন্যতম পুরনো একটি কমিক বুক রিডার হল Perfect Viewer। এর ইন্টারফেস পুরনো লাগতে পারে তবে ফাংশনালিটি কথা চিন্তা করলে এটি সেরা। আপনার কাজে ফাংশনালিটি গুরুত্বপূর্ণ হলে এই রিডারটি আপনার জন্য।
এতে বিভিন্ন ফরমেট সাপোর্ট করে যেমন, CBR, CBZ, অথবা CB7। এটিতে ইমেজ ফাইল, পিডিএফ, সহ অন্যান্য ফিচারও কাজ করে এতে রয়েছে Chromecast এর মত ফিচারও।
Perfect Viewer
প্লে-স্টোর লিংক @ Perfect Viewer
২. Astonishing Comic Reader
পুরনো ইন্টারফেস বা গ্রাফিক্স আপনার পছন্দ না হলে দেখতে পারেন Astonishing Comic Reader। এটি যথেষ্ট মডার্ন ডিজাইনের, রয়েছে বইয়ের কালেকশন সর্ট ও অর্গানাইজ করার সুবিধা। রয়েছে ক্লাউড থেকে ডাউনলোড করার সুবিধা এবং অন্য ডিভাইসে Sync করার মত ফিচার। এটিতে বিভিন্ন ফরমেট সাপোর্ট করে।
Astonishing Comic Reader
প্লে-স্টোর লিংক @ Astonishing Comic Reader
৩. CDisplayEx Comic Reader
অন্যান্য ফ্রি কমিক রিডারের মত CDisplayEx Comic Reader এ আপনাকে এড দেখতে হবে না। কোন ধরনের এডের ঝামেলা ছাড়াই আপনি কমিক উপভোগ করতে পারবেন।
এটাতে বিভিন্ন ক্লাউড সার্ভিস যেমন, Mega, Google Drive, Dropbox, এবং OneDrive, কাজ করে। আপনি এর মাধ্যমে কমিক ফোন এবং ট্যাবলেটে স্টোর করতে পারবেন। এতে আপনি পেজ স্ক্যাল করতে পারবেন, যার ফলে বাড়তি স্ক্রুল ছাড়াই পুরো লেখা পড়া যাবে।
যাদের ফোনের স্ক্রিন ছোট তাদের জন্য এটি বেশ সুবিধা জনক। স্ক্রিন লিমিটেশন ছাড়াই কমিক পড়তে পারবে ইউজাররা।
CDisplayEx Comic Reader
প্লে-স্টোর লিংক @ CDisplayEx Comic Reader
৪. comiXology
আপনি যদি নতুন কমিক পড়তে চান বা ডিসকাভার করতে চান এবং একই সাথে কিনতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত হতে পারে Amazon এর comiXology। একটি সিঙ্গেল অ্যাপই আপনি কমিক ব্রাউজ করতে পারবেন, কিনতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
comiXology
অফিসিয়াল ওয়েবসাইট @ comiXology
৫. Madefire
কমিক বুক গুলোর প্রেজেন্টেশন স্বাভাবিক ভাবেই স্ট্যাটিক হয় মানে ইমেজ থাকে যেগুলো নড়াচড়া করে না। কিন্তু এই ধারণা পাল্টে দিতে পারে Madefire। এখানে আপনি পাবেন নতুন প্রজন্মের কমিক এবং যেগুলো সাউন্ড সহ নড়াচড়াও করবে।
বলা যেতে পারে ডাইনামিক ইমেজ, ইফেক্ট, সাউন্ড আপনার কমিক অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে পারে। এখানে আপনি ট্র্যাডিশনাল স্ট্যাটিক কমিকও পাবে তবে “Motion Comics” গুলো আপনাকে নতুন অভিজ্ঞতা দিতে পারে।
Madefire
প্লে-স্টোর লিংক @ Madefire
শেষ কথা
কমিক লাভারদের জন্য এই অ্যাপ গুলো দারুণ উপকারী হতে পারে। ভিন্ন ভিন্ন ক্যাটাগরি থেকে আলাদা আলাদা কমিক বুক রিডার গুলো এই টিউনে তুলে ধরার চেষ্টা করলাম আশাকরি আপনাদের ভাল লাগবে।
আশা করছি এই টিউনে আপনি আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।