গর্ভবতী ভাতা কখন পাওয়া যায় এবং গর্ভবতী হলেই কি এটির জন্য কিভাবে আবেদন করা হয়? অথবা অনলাইনে গর্ভবতী ভাতার আবেদনের করার নিয়ম ২০২৩।
![]() |
গর্ভবতী কার্ড করার নিয়ম ২০২৩। |
গর্ভবতীকালীন ভাতা ভোগী হওয়ার গুরুত্বপূর্ণ ও ভাইটাল শর্তাবলী ২০২৩ দরিদ্র, অসুস্থ মা অগ্রাধিকার পাবেন। তাহার মোট মাসিক আয় ২,০০০ টাকা বা তার নিচে হতে হবে। কেবল বসত বাড়ী রয়েছে অথবা অন্যের জায়গায় বসবাস করে থাকে। উপকার ভোগী নির্বাচনের সময় অর্থাৎ- জুলাই মাসে উপকার ভোগীকে অবশ্যই ৫ মাস গর্ভবর্তী অবস্তায় থাকতে হবে। ২০২৩ অর্থ বছরের ভাতার জন্য আবেদন ফরমে মেন্যু চালু করা হয়েছে।
বাংলাদেশ সরকার মাসিক ৮০০ টাকা হারে প্রতি ৬ মাস পর পর করে ৪ বার অথবা ২৪ মাস পযন্ত ভাতা প্রদান করে থাকে। দুই সন্তানের মায়েদের ক্ষেত্রে ৩৬ মাস অথবা ৩ বছর পযন্ত পেয়ে থাকেন। বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক গর্ভবতী ভাতা প্রদান করা হয়। মূলত এটি দরিদ্র এবং অসুস্থ নারীদের জন্য একটি সামাজিক নিরাপত্তা স্কীম যা মা ও শিশু পুষ্টি চাহিদা এবং গর্ভকালীন সেবা যত্নের জন্য একটি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদান করা হয়।
বিষেশ ভাবে বলা যায় যে, শহর এলাকার দরিদ্র কর্মজীবী দুগ্ধদায়ী মা এবং তাঁদের শিশুদের সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মজীবী উপকারভোগী দরিদ্র মায়েদের তিন থেকে দুই বছর -দুই সন্তানের ক্ষেত্রে উপরে উলেখক্ষিত ব্যাপি প্রতিমাসে ৮০০ টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে।
দরিদ্র মায়েদের জন্য গর্ভবতীকালীন ভাতা মঞ্জুরীর জন্য আবেদন করা উপজেলা কমিটির বরাবর। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা কমিটি সদস্য সচিব ও সভাপতি এই সংক্রান্ত আবেদনপত্র যাচাই বাছাই করে মঞ্জুরী আদেশ দিবেন। গর্ভবতী ভাতার আবেদন ফরম আমাদের এই সাইটে নিচে থেকেই সংগ্রহ করতে পারেন।
ভাতা গ্রহণের জন্য অবশ্যই গর্ভবতী মায়েরা আসতে হবে। প্রতিনিধিদের উপস্থতিতে এর ভাতা প্রদান করা হয়। ২০২৩ অর্থ বছরের এখানে অনলাইন আবেদন ফরম উন্মুক্ত করা হয়েছে।
![]() |
গর্ভবতী মহিলাদের সরকারি ভাতা ২০২৩ |
প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল শুধু একবার।
বয়স কমপক্ষে ২০ থেকে ৩০ বছর হতে হবে।
মোট মাসিক আয় ২,০০০ টাকার নিম্নে নিচে হতে হবে।
দরিদ্র অথবা প্রতিবন্ধী মায়ের অগ্রাধিকার পাবেন।
কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করছে।
নিজের অথবা পরিবারের কারোও কৃষি জমি, মাছ চাষের পুকু নেই।
উপকারভোগী নির্বাচনের সময় অর্থাৎ পাঁচ মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে।
প্রথম এবং দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় অথবা জন্মের ২ বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভবতীকালে ভাতা প্রাপ্য হবেন।
একজন ভাতাভোগী জীবনে একবার শুধু মাএ দুই বছর সময়কালের জন্য গর্ভবতী ভাতা পাবেন।
যে কোনো কারণে সন্তানের মৃত্যু হলে বা গর্ভপাতের কারণে সেবা অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে দুই বছরের গর্ভবতী ভাতা পাবেন, যদি অন্যান্য শর্ত ফর্মে পূরণ করা থাকে।
উপরে উল্লেখিত শর্তসমূহের মধ্যে যে পাঁচ টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অধিদপ্তর দরিদ্র অগ্রাধিকার পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে আবেদনকারীর তথ্য MIS অনলাইন সফটওয়্যারে একটি এন্ট্রি করবেন। অনলাইন সফটওয়্যারে এন্ট্রি লিংক- http://103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration.
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত গর্ভধারণের সনদপত্র, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক দুই কপি বাংলা এবং ইংরেজি জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদপত্র এবং পাসর্পোট সাইজের ছবি। আরও নিচে অনলাইনে গর্ভবতী কার্ড করার নিয়ম পড়ুন!
দুই কপি পাসর্পোট সাইজের ছবি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভকালীন সনদ।
দুই কপি বাংলা ও ইংরেজি নাগরিক সনদ পএ।
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ পএ।
আপনার বাংলা ও ইংরেজি জন্ম নিবন্ধন সনদ পএ।
বিশেষ দ্রষ্টব্য আবেদন সঠিকভাবে Submit করার পরেও যদি আপনি কোনভাবে সেবা না পেয়ে থাকেন অথবা কোনো ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে যোগাযোগ ও পরামর্শ করার রহিল।
উপসংহার:
গর্ভবতী কার্ড করতে কি কি প্রয়োজন ও অনলাইনে গর্ভবতী কার্ড করার নিয়ম! আপনাদের কাছে কেমন লাগলো, এবং গর্ভবতী কার্ড করতে কি কি লাগে, ও অনলাইনে গর্ভবতী কার্ড করার নিয়ম পোষ্ট টি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই রকম নিত্য নতুন কোনো টপিক পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট টি আবার ভিজিট করুন। ধন্যবাদ…
🔽 এই পোস্ট গুলো দেখুন? 🔽
▶ টাকা ইনকামের ৭টি সেরা অ্যাপ।
▶ সেরা ৫টি অনলাইন ইনকাম অ্যাপ।
▶ প্রতিদিন ৫ ডলার অনলাইনে ইনকাম!
▶ অ্যামাজনে কীভাবে টাকা ইনকাম করবেন?
গর্ভবতী ভাতা অনলাইন আবেদন; দরিদ্র মা’র জন্য মাতৃত্ত্বকাল ভাতা; গর্ভবতী ভাতা ২০২৩; গর্ভবতী কার্ড অনলাইন আবেদন করার নিয়ম; গর্ভবতী ভাতার আবেদন করার নিয়ম অনলাইনে; গর্ভবতী কার্ড করার নিয়ম ২০২৩; গর্ভবতী ভাতার আবেদন ফরম ২০২৩; গর্ভবতী ভাতার আবেদন করার নিয়ম; মাতৃত্বকালীন ভাতা নীতিমালা; অনলাইনে মাতৃত্বকালীন ভাতার আবেদন; মাতৃত্বকালীন ভাতা ২০২২-২০২৩ আবেদন; গর্ভবতী ভাতা অনলাইন আবেদন 2023; মাতৃত্বকালীন ভাতা ২০২৩; মাতৃত্বকালীন ভাতার আবেদন ফরম;