Categories
ফ্রিল্যান্সিং

কিভাবে ফেসবুক ইউজারনেম পরিবর্তন করবেন? How to change Facebook username


কিভাবে ফেসবুক ইউজারনেম পরিবর্তন করবেন? How to change Facebook username

আমি আজকে আপনাদের কে ফেসবুকের একটি সেটিং দেখাবো। ইউআরএল এ আপনার কাস্টম ইউআরএল কিভাবে বানাতে পারেন।

কিভাবে ফেসবুক ইউজারনেম পরিবর্তন করবেন? How to change Facebook username

আপনারা এখানে দেখতে পাচ্ছেন Tamim43210 এই 43210 আমার কাস্টমার কেয়ারের করা যেটা দিয়ে সার্চ করা হয় তাহলে সরাসরি আমার আইডি চলে আসবে। ফেসবুক থেকে যদি সার্চ করি তাহলে আমার আইডিটি পেয়ে যাব। কিভাবে এই কাজটা ইউআরএল টি সেট করবেন এটি এখন আপনাদেরকে দেখিয়ে দিব।

কিভাবে ফেসবুক ইউজারনেম পরিবর্তন করবেন?

facebook username

সেটির জন্য আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্ট অপশন ।

facebook profile

এবং অ্যাকাউন্ট অপশন থেকে চলে যাচ্ছি সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনে।

facebook setting

এখানে যাওয়ার পর আমরা আবার সেটিংস অপশানে ক্লিক করব।

facebook settings

তো দেখতে পাচ্ছেন সেটিং অপশনে আমরা প্রথমে যে নেম এর ফিল্ডটি সেটি দেখতে পাচ্ছি।

facebook profile name

তারপর রয়েছে ইউজার নেম।

facebook username change

এই ইউজার নেমে নতুন করে আমাদেরকে ইউজার নেম সেট করতে হবে।যদি আপনার ইউজারনেট না থাকে তাহলে আপনার এখানে একটি ডিফল্ট ইউজার নেম শো করবে। তো এখান থেকে এডিট অপশনে চলে যাবেন।

 

username change

এখান থেকে আপনি এমন একটি জন্য সেট করবেন যে ইউজার নেমটি অ্যাভেলেবল রয়েছে।

how to change facebook username

যে আমার Tamim43210 এটিকে বাদ দিয়ে যদি আমি Tamim3210 তাহলে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি এভেলেবল না।

কিভাবে ফেসবুক ইউজারনেম পরিবর্তন করবেন

এখন আমি যদি tamim.mahmud দি তাহলে এটাও পাচ্ছেনা অর্থাৎ ইউজার নেম নট অ্যাভেলেবল দেখাচ্ছে।

ফেসবুক ইউজারনেম পরিবর্তন

আমি যদি tamim.mahmud001 দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটি এভেইলেবল রয়েছে। আমি আমার বর্তমান ইউজার নেমটি চেঞ্জ করে এই ইউজার নেমে কনভার্ট করতে পারব।

ফেসবুক ইউজারনেম

এখন এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ অপশনটিতে ক্লিক করলেই আপনার ইউজার নেমটি সেভ হয়ে যাবে।

ফেসবুক ইউজারনেম change

আরও জানুনঃ



Source link