Categories
স্বাস্থ্য ও চিকিৎসা

বিষমুক্ত শসা চাষে নজির গড়লেন মুগুজি গ্রামের কৃষকরা


বিশ্মুক্ত শসা চাষে নজীর গরলেন মুগুজি গ্রামে কৃষকরা

কুমিল্লার বরুড়া উপজেলার মুগুজি গ্রামে কোন সার কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করায় বেড়েছে শসার চাহিদা। কৃষকরা আশা করছেন এই শসার বেশি দাম পাবেন। আশা করা হচ্ছে গ্রামের শসা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে বলে জানান কৃষি কর্মকর্তারা।

জানা যায়, গত বছর প্রায় ৫ কোটি টাকার বিষমুক্ত শসা বিক্রি হয়। এবার ৬ কোটি টাকার বিষমুক্ত শসা বিক্রির আশা করছে কৃষি কর্মকর্তারা। মুগুজি গ্রামে এবার ৩৫ হেক্টর জমিতে শসার চাষ হয়েছে। গ্রামের যেদিকেই চোখ যায় সেখানে সবুজ আর সবুজ। কোথাও শসার হলুদ ফুল মাথা উঁকি দিচ্ছে। বিষমুক্ত শসা চাষের সফলতা দেখে গ্রামের অনেকেই এখন প্রাকৃতিক ভাবে সবজি চাষে আগ্রহ দেখাচ্ছে।

স্থানীয় কৃষক সফিকুল ইসলাম বলেন, আমি ১২ শতাংশ জমিতে শসা চাষ করেছি খরচ হয়েছে ৭০ হাজার বিক্রি হবে প্রায় ২ লাখ টাকা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারলে আমাদের আয়ও আর বাড়বে। বিষমুক্ত শসার উৎপাদনে নিয়মিত কৃষি অফিস উদ্বুদ্ধ করেছে।
আর এক কৃষক আমীর হোসেন বলেন, শসা চাষে ২০ শতাংশ জমিতে চাষ করতে খরচ হয় এক লাখ টাকা খরচ হয়েছে ৩ লাখ টাকা মত বিক্রি হবে। বিষমুক্ত উপায়ে চাষ করায় ক্রেতাদের চাহিদা বেড়ে গেছে অনেক।

কুমিল্লা জেলার উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, আমরা নিরাপদ শসা উৎপাদনে কৃষকদের
নিয়মিত প্রশিক্ষন ও পরামর্শ দিয়ে আসছি। স্থানীয় চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে বিদেশে রপ্তানি করা যাবে বলে আশা করছি ।Source link