
দুই আইকনিক জাপানি টু-হুইলার কোম্পানি হোন্ডা (Honda) এবং সুজুকি (Suzuki)-র ভারতীয় শাখা এদেশে বৈদ্যুতিক যানবাহনের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। যার মধ্যে হোন্ডা ২০২৪-এ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের কথা ঘোষণা করেছে। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবর্ষে সুজুকি-ও নিয়ে আসবে তাদের প্রথম ই-স্কুটার।
Honda-র প্রথম ইলেকট্রিক স্কুটার
হোন্ডা তাদের বেস্ট-সেলিং স্কুটার Activa-র ইলেকট্রিক ভার্সন লঞ্চ করবে। আইসিই ইঞ্জিনের পরিবর্তে এতে থাকবে একটি ব্যাটারি এবং বৈদ্যুতিক মোটর। কোম্পানি বলেছে তাদের নতুন অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারে দেওয়া হবে একটি ফিক্সড ব্যাটারি সেটআপ। যার সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ৫০ কিলোমিটার। Activa EV-র পর ঘন্টা তাদের দ্বিতীয় ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করবে, যেটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে।
ব্র্যান্ডের দ্বিতীয় ইলেকট্রিক মডেলটিতে সোয়াপেবল ব্যাটারি সেটআপ এবং হাই পারফরম্যান্স অফার করা হবে। সংস্থার লক্ষ্য ইলেকট্রিক মোটরের স্থানীয়করণ করা। যার মূল কারণ স্কুটারের দাম ক্রেতাদের হাতের নাগালে রাখা। পাশাপাশি এদেশে নিজেদের ৬,০০০ কনজিউমার টাচপয়েন্টে ব্যাটারি সোয়াপিং স্টেশন তৈরি করবে কোম্পানি।
Suzuki-র প্রথম ইলেকট্রিক স্কুটার
সুজুকি ২০২৪-২৫ আর্থিক বছরে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের কথা অফিসিয়ালি ঘোষণা করেছে। যদিও প্রথম মডেলের নাম জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে তাদের অতি জনপ্রিয় Burgman স্কুটারটি ইলেকট্রিক ব্যাটারি সমেত আনা হতে পারে। কারণ ভারতের বাজারে একাধিকবার এটির টেস্টিং চালাতে দেখা গিয়েছে। আবার প্রথম ইভি মডেল হিসেবে সুজুকির বেস্ট সেলিং স্কুটার Access-কেও আনা হতে পারে।