Categories
Mobile Mobile price BD

পরীক্ষা ছাড়াই অ্যাক্সিস ব্যাংকের প্রচুর কর্মী আবেদনের নিয়োগ চলছে


axis bank back office recruitment West Bengal

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিশেষ করে যারা ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক। প্রচুর শূন্য পদে অ্যাক্সিস ব্যাঙ্কে (Axis Bank Job) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে l প্রতি ২ মাস অন্তর এই ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হচ্ছে। পুরুষ, মহিলা নির্বিশেষে রাজ্যের তেই কোনো জেলার বাসিন্দাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি মন দিয়ে পড়তে অনুরোধ করছি।

পশ্চিমবঙ্গের অ্যাক্সিস ব্যাংকে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না।

চাকরি বৃত্তান্ত :
Axis Bank এ Office executive ও Back office executive পদে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের খুব বেশী কিছু করতে হবে না। শুধুমাত্র নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে সেটি Axis Bank এর Hiring Recruiter (HR) এর কাছে নিম্নলিখিত ই-মেইল আইডি বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে বা এই লিঙ্ক এ ক্লিক করে আবেদন করতে পারবেন ।

ই-মেইল আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর টি হল-

Mail ID – bankcorporate19@gmail.com
Whatsapp – 7890889909 – 8910484383

বেতনক্রম:-

মাসে 13,700-20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও থাকবে পারফরম্যান্স অনুযায়ী কমিশন ও ইনসেন্টিভ।

পদ গুলি হল :
Relationship Manager
Sales Manager -Branch Operations Head – Business Development -Support & MIS -Customer Service Officer

বয়স : এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩১ বছর পর্যন্ত যারা আছেন তারাই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা : এখানে চাকরি করতে গেলে চাকরিপ্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই অর্থাৎ যারা স্নাতক পাস করে চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন।

নির্বাচন পদ্ধতি:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন ও কম্পিউটার স্কিল টেস্ট এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের সময়:-

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন – 7890889909 – 8910484383

এটি একটি Sponsored Content, এই লেখার কোনো তথ্য Tech Gup এর এডিটররা যাচাই করেনি।



Source link