আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আমাদের সবার প্রিয় কিছু ওয়েবসাইট থাকে যেগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি। যেহেতু প্রতিনিয়ত ব্যবহার করতে হয় সেহেতু বারবার ব্রাউজারে গিয়ে এড্রেস দেখা মোটামুটি ঝামেলার, এজন্য আমরা নির্দিষ্ট ওয়েবসাইট বুকমার্ক করি অথবা হোম পেজে পিন করে রাখি। যা দ্রুত ওয়েবসাইটে ঢুকা নিশ্চিত করে, তবে আপনি চাইলে এর চেয়ে দ্রুত আপনার ওয়েবসাইটে নেভিগেট করতে পারবেন।
আজকে আমরা দেখব কিভাবে নির্দিষ্ট ওয়েবসাইট টাস্কবারে পিন করে রাখা যায়।
Microsoft Edge এ পিন করা
Microsoft Edge এ পিন করা খুবই সহজ। নির্দিষ্ট ওয়েবসাইটে যান, থ্রি ডটে এ ক্লিক করে More Tools এ যান এবং Pin to taskbar এ এ ক্লিক করুন।
Chrome এ পিন করা
Chrome এর ওয়েবসাইট টাস্কবারে এড করা কিছু জটিল। নির্দিষ্ট ওয়েবসাইটে যান, থ্রি ডটে ক্লিক করে, More Tools এ যান এবং Create Shortcut এ ক্লিক করুন। এটা করার ফলে আপনার ওয়েবসাইটের একটি শর্টকাট তৈরি হয়েছে ডেক্সটপে। এবার আমাদের কাজ হবে এটিকে পিন করে। এই শার্টকাটটি পিন করতে রাইট ক্লিক করুন এবং Pin to taskbar ক্লিক করুন।
শেষ কথা
তো দেখে নিলাম কিভাবে সহজেই যেকোনো ওয়েবসাইটকে আরও দ্রুত ব্রাউজ করা যায়। আশা করছি এই ট্রিক্সটি আপনার ভাল লেগেছে।
আশা করছি এই টিউনে আপনি বেশ কিছু বিষয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।