Categories
স্বাস্থ্য ও চিকিৎসা

সাতক্ষীরায় মাছের ঘেরে ধান চাষে অভাবনীয় সাফল্য!


সাতক্ষীরায় মাছের ঘেরে ধান চাষে অভাবনীয় সাফল্য

সাতক্ষীরা জেলা শহরের আশপাশে মৌসুমের শুরুতেই শীত ও কুয়াশাকে উপেক্ষা করে মাছের ঘেরে বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সাতক্ষীরায় মাছের ঘেরে বোরো ধান চাষে ব্যাপক সাফল্য পাচ্ছেন চাষিরা। সেই সাথে সাতক্ষীরা জেলা শহরের আশপাশে বাড়ছে বোরোর আবাদ।

জানা যায়, সাধারন ধান চাষের জমির চেয়ে মাছের ঘেরের জমিতে বোরোর ফলন অনেক বেশি হয়। মাছের ঘেরে বোরো ধান লাগাতে বাড়তি চাষ ও জমিতে আলাদা করে সার দিতে হয় না বলে খরচ অনেকটাই কমে যায়। মাছ চাষের চেয়ে ধান চাষে বেশি লাভবান হচ্ছে চাষিরা। গত কয়েক বছর ধরে বোরো মৌসুমে মাছের ঘেরে ধান চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন চাষিরা। যার কারনে মাছের ঘেরে বোরো ধান এবং সাথে সবজির চাষের মাধ্যমে সেখানকার চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
আরও জানা যায়, জেলায় এবার ৮০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হচ্ছে। এর মধ্যে তালা উপজেলা সদরের ৩০০ একর জমিতে ‘সমলয়’ পদ্ধতিতে ট্রেতে বীজ বপন ও মেশিনে পাতা রোপণের মাধ্যমে হাইব্রিড তেজগোল্ড জাতের বোরো ধানের চাষাবাদ হচ্ছে। ধানের উৎপাদন এবার শতভাগ অর্জিত হবে বলে আশা করছেন কৃষকরা।

সাতক্ষীরার ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র কর্মকর্তা অলিউর রহমান বলেন, ধান চাষের পর গাছের অবশিষ্টাংশ পচনের ফলে জৈব পদার্থ এবং নাইট্রোজেন ও ফসফরাস জাতীয় যৌগ উৎপন্ন হয়, ফলে ঘেরে প্রাকৃতিক ভাবে উৎপাদনে হয়। আবার,মাছের খাবারের অংশ জমির তলদেশে জমা হয়ে মাটিতে জৈব উৎপাদন করে। জৈব উপাদান সমৃদ্ধ মাটি ব্যবহার করার ফলে পরিবেশবান্ধব ধান ও সবজি চাষ করে দেশের কৃষি এবং পরিবেশ রক্ষা হচ্ছে।



Source link