Categories
Tips and Tricks

উইন্ডোজ অভিজ্ঞতাকে বদলে দিতে ৩ টি Windows 11 অ্যাপ | Techtunes


আজকে আমি Windows 11 এর সেরা তিনটি অ্যাপ নিয়ে আলোচনা করব যেগুলো আপনার উইন্ডোজ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে। চলুন কথা না বাড়িয়ে অ্যাপ গুলো দেখে নেয়া যাক।

১. RoundedTB

Windows 11 এর একটি কাস্টমাইজ অ্যাপ। RoundedTB এর মাধ্যমে আপনি সহজেই টাস্কবারের সাইজ চেঞ্জ করে ইচ্ছে মত সেট করে নিতে পারবেন। টাস্কবারকে আপনি আরও ডাইনামিক এবং কার্ভ করতে পারবেন। RoundedTB

RoundedTB

অ্যাপ স্টোর লিংক @ RoundedTB

২. Quicklook

দারুণ এই অ্যাপ এর মাধ্যমে আপনি উইন্ডোজকে ম্যাক এর মত ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে যেকোনো সিলেক্ট ফাইলকে স্পেস-বারে ক্লিক করে আপনি এর প্রিভিউ দেখতে পারবেন।

Quicklook

অ্যাপ স্টোর লিংক @ Quicklook

৩. O&O ShutUp10

O&O ShutUp10 অ্যাপ এর মাধ্যমে আপনার উইন্ডোজের সকল প্রাইভেসি অ্যাপ কন্ট্রোল করতে পারবেন। অ্যাপটি ওপেন করলে আপনি সকল অ্যাপ এর লিস্ট পাবেন চাইলে ডিজেবল করতে পারবেন যেকোনো অ্যাপ। উইন্ডোজের অদরকারী অ্যাপ যেগুলো আপনার ডেটা কালেক্ট করে সেগুলো বন্ধ করতে এর জুড়ি নেই।

O&O ShutUp10

ডাইরেক্ট ডাউনলোড লিংক @ O&O ShutUp10

শেষ কথা

আশা করছি উল্লেখিত সব গুলো অ্যাপ আপনার কাছে দারুণ লেগেছে। আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে Qicklook অ্যাপটি।

বলা যায় এই টিউনে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link