আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার যারা মুভি প্রেমী মানুষ আছেন তার অবশ্যই জানেন যে বাংলা পরান মুভি অনেক দিন আগেই রিলিজ হয়ে গেছে। আজকের পোষ্টে আলোচনা করব!
![]() |
Poran Movie Download Link |
Poran Full Movie নিয়ে বেশ হাইপ উঠেছিল সোসিয়াল মিডিয়ায়। মোটামুটি ভালই মার্কেটিং করেছে বলা চলে। অনন্ত জলিলে ১০০ কোটি টাকা সিনেমার চেয়ে এটার হাইপ বেশি ছিল। তাই বুঝতেই পারছেন যে পরান সিনেমার মুক্তি নিয়ে সিনেমাপ্রেমী মানুষদের মাঝে বেশ আগ্রহ জমে ছিল।
পরাণ মুভি ডাউনলোড লিংক আজকের পোস্টের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। যদি আপনি সম্পূর্ণ পোষ্টের মাঝে যুক্ত থাকেন তাহলে আশা করি আজকে খুব ভালোভাবে Poran Full Movie Download করতে পারবেন। কেননা পরান মুভি ফ্রি ডাউনলোড করা খুবই কঠিন একটি ব্যাপার। অনেকে এখন পর্যন্ত চেষ্টা করে যারা ডাউনলোড করতে পারেননি তাদের জন্য আমি আজকে Poran Full Movie Download দিয়ে দিবো। তাহলে চলুন মুভি ডাউনলোড নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
মাত্র ৮৩ লক্ষ টাকা ব্যায়ের মাধ্যমে ১২ কোটির অধিক অর্থ আয় করেছে বক্স অফিসে। Poran Full Movie যে এত বেশি আয় করতে পারবে তা আসলে কেউ উপলব্ধি করতে পেরেছিল না। তবুও বক্স অফিসে রিলিজের মাত্র খুব ভালোভাবেই Poran Movie এগিয়ে যায়। শুধু দেশে নয় পশ্চিমবাংলাসহ বিশ্বের কয়েকটি দেশেই বহুল বিখ্যাত অর্জন করেছে পরান সিনেমা।
‘অনন্যা’ পড়াশোনায় একেবারেই অমনোযোগী একটা মেয়ে। পরীক্ষায় রোজ ফেল করা তার জন্য স্বাভাবিক ব্যাপার যেন। একারণে জনক বলা হয়ে থাকে দেন, পরেরবার ফেল করলে বিয়ে দিয়ে দেবেন। অনন্যাকে ডিস্টার্ব করে এলাকার বখাটে ‘রোমান’। ডেইজি রাষ্ট্রের ছত্রছায়ায় রোমান হয়ে উঠে গিয়েছে এলাকার ত্রাস, পুলিশও তার গায়ে হাত দেয় না। পাশ করে মুখ দেখাতে অনন্যা বশীভূত হয় পরীক্ষায় রোমানের হেল্প নিয়ে পাশ করতে।
পরীক্ষায় পাশ করে রোমানের সাথে প্রেমে মশগুল হওয়া অনন্যার জীবনে কয়েক বছরেই ঘটে কিছু অপ্রত্যাশিত, হৃদয় বিদারক ঘটনা। Poran Full Movie প্রথমে আত্মহত্যার ট্রাই করা অনন্যা একসময় পুলিশকে বলতে থাকে রোমানের সঙ্গে কঠোর এক সম্পর্কের পদ্য যেখানে বিদ্যমান আরেক আরেকজন, ‘সিফাত’-এর উপস্থিতি।
Poran Movie Download Link
এই সিনেমায় অভিনয় করছে কিছু তরুণ প্রজন্মের নায়ক নায়িকা। অনন্যা তথা বিদ্যা সিনহা সাহা মীম। রোমান অর্থাৎ শরিফুল রাজ। ইয়ার শুরু হোন অভিনয় করছেন সিফাতের চরিত্রে। আর এই Poran Movie মূলত আসলে মিম সিফাতকে অনেক ভালোবাসতো। তবে নিজের মূলত পরীক্ষায় ভালো ফলাফল এবং পাস করার লক্ষ্য নিয়েই রোমানের মত বখাটে ছেলে সঙ্গে প্রেমে যুক্ত হয়েছিল।
তবে তার সঙ্গে যে তার শারীরিক সম্পর্কের তৈরি হবে তা সে জানতো না। এ খবরটি সে মূলত জানিয়েছিল তার এলাকার পুলিশকে। কেউ কোন পদক্ষেপ না নেয় সে অনেক কষ্ট পায়। এছাড়া এ Poran Movie সম্পূর্ণ দেখা যাবে Poran Movie Download করলে। সিনেমাটি যদি ফ্রি দেখতে চান তাহলে আপনি আরো কিছুদিন অপেক্ষা করুন আমাদের ওয়েবসাইটের মাঝে।
কেননা এই Poran Movie Download Link যখন অনলাইনে পাবলিশ করা হবে তখন আমাদের ওয়েবসাইটে সবার পূর্বে দেয়া হবে। তাছাড়া দেশীয় আরো কিছু ওয়েবসাইটে পাবলিশ করা হলো তা ভাইরাস মুক্ত নয়। এবং সেগুলো সম্পূর্ণ বেআইনি। তাই বেআইনি প্রোডাক্ট ডাউনলোড করলে আপনার মোবাইলের এবং নিজের বিভিন্ন ক্ষতি হতে পারে। সুতরাং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে এখন Poran Movie Download Link থেকে বিরত থাকো।
২০১৯ সালের ৩ই অক্টোবর হইতে কাজ শুরু হয়েছিল Paran Movie Download Google Drive Link নিয়ে। এবং মাত্রই সিনেমাটি কয়েক মাস পূর্বে পাবলিশ করা হয়েছে। বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে Paran Movie নিয়ে।
বাংলাদেশের অসংখ্য সিনেমা হলের মাঝে প্রথম দিন প্রকাশের পরে প্রচুর ধরনের বিক্রি করা হয় Paran Movie টিকেট। এছাড়া গ্রামাঞ্চলের দিকেও শুরুতে Paran Movie ভালো একটি জমজমাট ব্যবসা করতে পেরেছে। দেশের অধিকাংশ বিভাগের সহ অধিকাংশ জেলায় এই সিনেমা প্রকাশিত হয়েছিল।
Paran Movie Download করতে চাইলে অবশ্যই আপনাকে তা কিনে নিতে হবে। এই সিনেমাটি বিনামূল্যে কোন জায়গাতে প্রদান করা হবে না। আপনারও উচিত অবশ্যই সিনেমাটি ক্রয় করা। এছাড়া বিভিন্ন সিনেমা হলে এখনো কিন্তু সিনেমাটি ব্রডকাস্ট করা হচ্ছে। চাইলে সিনেপ্লেক্স গিয়ে আপনি Paran Movie দেখতে পারেন। এছাড়াও আপনি আরো বেশ কিছু সিনেমা হলের মধ্যে এই সিনেমাটি খুজে পাবেন। তথাকথিত সবচেয়ে অন্যতম সিনেমা হল কিন্তু সিনেপ্লেক্স।
সিনেপ্লেক্স এর টিকিটের মূল্য নির্ধারিত রয়েছে ১২০ টাকা। যা দেওয়ার মাধ্যমে আপনি মূলত এন্ট্রি করতে পারবেন এবং পরান সিনেমা ফ্রি দেখতে পারবেন। Paran Movie আমাদের দেশে বর্তমানে তুমুল ঝড় তুলেছে। আমরা কিন্তু অনেকেই মনে করেছি সিনেমাটিতে যে গুন্ডা রয়েছে সেই হয়তো আসল নায়ক। তবে সে একজন বকাটে ছেলে এবং সেই মূলত নায়িকাকে বিলুপ্ত করে। তবে Paran Movie যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন আসল কাহিনী।
এই পোষের নিচে ডাইনলোড বাটন পেয়ে যাবেন। ডাউনলোড বাটনে চাপ দিলে একটা বক্স অপেন হয়ে যাবে। আমাদের সাইটের যে কোন একটা ডাউনলোড এ ক্লিক করুন। অ্যাডস ওপেন হয়ার পরে ৬০ সেকেন্ড ওয়েট করুন, যেন সম্পূর্ন অ্যাড লোড নেয়। তারপরে সেই Download Now বাটনে ক্লিক করার পরে যে বক্স আসবে সেখানে পেস্ট করে দিন। তারপরেই আপনাদের সামনে গুগল ড্রাইভের লিংক হাজির হয়ে যাবে।
![]() |
Full Poran Movie Link |
You have to wait 60 econds.
শেষ কথা:
এই Paran Movie ভালোবাসা কষ্ট বেদনা দুঃখ সব একসঙ্গে মিলে তৈরি। যদি Paran Movie ভালো লাগে, কমেন্টে জানাবেন। এছাড়াও এর মধ্যে কোন চরিত্র আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা জানালে সবাই আপনার মনোভাব বুঝতে পারবে। এছাড়া পরান সিনেমা দেখে আপনি কেমন তৃপ্তি অনুভব করলেন তাও জানাতে ভুলবেন না।
🔽 এই পোস্ট গুলো দেখুন? 🔽
Poran Movie Download 2022 HDCAM, Poran HD Movie Original Download Link, Poran Bengali MLSBD Movie Download, Poran Movie Download, Poran Full Movie Download, Poran 2022 Bangali Full HD Movie Download, Poran Movie Download Link, How to download Poran Movie full download, www poran movies com, Poran Bangla Movie Download, poran movie, bangla poran movie, Poran 2022 The Movie Database, Www Poran Movie Porn videos, www poran movies com, Poran Bengali Movie Reviews, Poran Bangla Movie Show, new poran movie, bangla poran movie, Poran Movie Information, www poran movie, Poran Movie Reviews, Full movies poran.