Categories
টেকনোলজি

অষ্টম শ্রেণির হিন্দুধর্ম MCQ ৭ম অধ্যায় (PDF)


অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৭ম অধ্যায় : আমাদের সমাজে এমন কিছু মানুষ জন্মেছিলেন, খারা আজীবন অন্যের উপকার করে গেছেন। নিজের কথা ভাবেন নি। তাদের কোনো লোভ-মোহ ছিল না। পরোপকারই হিল তাঁদের একমাত্র ভাবনা । জগতের কল্যাণ করাই ছিল তাঁদের জীবনের উদ্দেশ্য | তীরাই হলেন মহাপুরুষ ও মহীয়সী নারী । তাঁদের জীবনীই হচ্ছে আদর্শ জীবনচরিত। তীদের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ৷ আমাদের জীবন সুন্দরভাবে গড়তে পারি।

আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এমন বেশ কয়েকজন মহাপুরুষ ও মহীয়সী নারী সম্পর্কে জেনেছি। এ অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণ, শ্রীহরিচাঁদ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঠাকুর নিগমানন্দ, ঠাকুর অনুকূলচনন্দ্র, মা আনন্দময়ীর জীবনী সম্পর্কে জানব এবং নৈতিকতা গঠনে তীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব।

অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৭ম অধ্যায়

১. শ্রীকৃষ্ণ কে ছিলেন?
ক স্বয়ং ভগবান
খ দেবতা
গ পালনকর্তা
ঘ সংহারকর্তা

২. জরাসন্ধ কোন রাজ্যের রাজা ছিলেন?
ক মথুরা
খ দ্বারকা
গ অযোধ্যা
ঘ মগধ

৩. পাণ্ডবেরা কত বছরের জন্য বনে গিয়েছিলেন?
ক দশ
খ এগার
গ বার
ঘ তের

৪. হরিচাঁদ ঠাকুর বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?
ক ১২০৮
খ ১২১৮
গ ১২২৮
ঘ ১২৩৮

৫. কংস কোন বংশের রাজা ছিলেন?
ক ভোজ রাজবংশের
খ চন্দ্র বংশের
গ সূর্য বংশের
ঘ কুরুবংশের

৬. জরাসন্ধ শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অভিযান চালান-
ক ছয়বার
খ সাতবার
গ আটবার
ঘ নয়বার

৭. কংসের পিতার নাম কী?
ক জরাসন্ধ
খ কার্তবীর্যার্জুন
গ উগ্রসেন
ঘ পরশুরাম

৮. মা আনন্দময়ীর মায়ের নাম কী?
ক রজনী দেবী
খ মোক্ষদা সুন্দরী
গ মনোমোহিনী
ঘ মাণিক সুন্দরী

৯. কংস শ্রীকৃষ্ণের কী হন?
ক কাকা
খ মাম
গ ভাই
ঘ দাদু

১০. কংসের শ্বশুরের নাম কী?
ক জরাসন্ধ
খ ধৃতরাষ্ট্র
গ শিশুপাল
ঘ দুর্যোধন

১১. কুরুক্ষেত্রের যুদ্ধে কাদের জয় হয়?
ক পাণ্ডবদের
খ কৌরবদের
গ মৌর্যদের
ঘ সেনদের

১২. কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ কোথায় ফিরে যান?
ক স্বর্গে
খ মথুরায়
গ দ্বারকায়
ঘ বৈকুণ্ঠে

১৩. শ্রীকৃষ্ণের চরণ শরবিদ্ধ করেছিল কে?
ক ধরা
খ জরা
গ বীরা
ঘ ধীরা

১৪. শ্রীহরিচাঁদ ঠাকুর বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?
ক ১২১৮
খ ১২৮১
গ ১২২৮
ঘ ১২২৯

১৫. শ্রীহরিচাঁদ ঠাকুরের পিতার নাম কী?
ক পরমন্ত ঠাকুর
খ যশোমন্ত ঠাকুর
গ শঙ্করাচার্য
ঘ ক্ষুদিরাম

১৬. হরিচাঁদ ঠাকুরের মাতার নাম কী?
ক যশোদা
খ অহল্যা
গ অন্নপর্ণা
ঘ বিষ্ণুপ্রিয়া

১৭. রাখাল ছেলেরা হরিচাঁদ ঠাকুরকে কী বলে ডাকত?
ক রাখাল রাজা
খ রাখাল হরি
গ রাখালঠাকুর
ঘ রাখাল ছেলে

১৮. হরিচাঁদ ঠাকুরের অনুসারীদের কী বলা হতো?
ক মতুয়া
খ সাধক
গ কীর্তনীয়া
ঘ মোহান্ত

১৯. ‘মতুয়া’ শব্দের অর্থ কী?
ক সংযুক্ত থাকা
খ একত্রে থাকা
গ মেতে থাকা
ঘ বিপথে না থাকা

২০. শ্রীহরিচাঁদ ঠাকুর বাংলা কত সনে ইহলীলা সংবরণ করেন?
ক ১২৮৪
খ ১২৪৮
গ ১৩১৮
ঘ ১৩৫২

২১. ‘হরিলীলামৃত’ গ্রন্থটি কার জীবন ও আদর্শ নিয়ে রচিত?
ক শ্রীচৈতন্য
খ রামচন্দ্র
গ ঠাকুর হরিচাঁদ
ঘ শ্রীকৃষ্ণ

২২. কত বছর বয়সে শ্রীহরিচাঁদ ঠাকুর ইহলীলা সংবরণ করেন?
ক ৫৬
খ ৬৬
গ ৭৬
ঘ ৮৬

২৩. শ্রীহরিচাঁদ ঠাকুর পিতার কততম পুত্র ছিলেন?
ক প্রথম
খ দ্বিতীয়
গ তৃতীয়
ঘ চতুর্থ

২৪. শ্রীহরিচাঁদ ঠাকুর তাঁর অনুসারীদের কয়টি উপদেশ দিয়েছিলেন?
ক ১২টি
খ ১০টি
গ ৮টি
ঘ ৬টি

২৫. শ্রীহরিচাঁদ ঠাকুরের উপদেশগুলো কী নামে পরিচিত?
ক অষ্টাদশ আজ্ঞা
খ দ্বাদশ আজ্ঞা
গ নবম আজ্ঞা
ঘ দশম আজ্ঞা

২৬. স্বামী বিবেকানন্দ কত খ্রিষ্টাব্দে জš§গ্রহণ করেন?
ক ১৮৬৩
খ ১৮৩৬
গ ১৮৫৩
ঘ ১৮৫৭

২৭. স্বামী বিবেকানন্দের পিতার নাম কী ছিল?
ক অবিনাশ দত্ত
খ বিশ্বনাথ দত্ত
গ বীরেন্দ্রনাথ দত্ত
ঘ উপেন্দ্রনাথ দত্ত

২৮. স্বামী বিবেকানন্দ কত দিন বেঁচেছিলেন?
ক ৩৯ বছর ৫ মাস ২০ দিন
খ ৩৯ বছর ৮ মাস ২২ দিন
গ ৪৯ বছর ৫ মাস ২৩ দিন
ঘ ৫৯ বছর ৬ মাস ২২ দিন

২৯. স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কী ছিল?
ক খগেন্দ্রনাথ দত্ত
খ নরেন্দ্রনাথ দত্ত
গ উপেন্দ্রনাথ দত্ত
ঘ গজেন্দ্রনাথ দত্ত

৩০. স্বামী বিবেকানন্দ কত খ্রিষ্টাব্দে আমেরিকা যান?
ক ১৭৯৩
খ ১৮৯৩
গ ১৮৩৯
ঘ ১৭৩৯

৩১. স্বামী বিবেকানন্দ কত খ্রিষ্টাব্দে দেহত্যাগ করেন?
ক ১৯২০
খ ১৮২০
গ ১৯০২
ঘ ১৮০২

৩২. ঠাকুর নিগমানন্দ কত সালে জন্মগ্রহণ করেন?
ক ১২৮৬
খ ১২৭৮
গ ১২৮৭
ঘ ১২৬৮

৩৩. ঠাকুর নিগমানন্দের মাতার নাম কী?
ক রাধিকা সুন্দরী
খ কমলা সুন্দরী
গ মাণিক সুন্দরী
ঘ বিজয়া সুন্দরী

৩৪. শ্রীঠাকুর অনুকূলচন্দ্র কবে জন্মগ্রহণ করেন?
ক বাংলা ১২৯৫ সালের ৩০শে ভাদ্র
খ বাংলা ১২৫৯ সালের ৩০শে ভাদ্র
গ বাংলা ১৩৩৫ সালের ৩০শে ভাদ্র
ঘ বাংলা ১৩২৫ সালের ৩০শে ভাদ্র

৩৫. শ্রীঠাকুর অনুকূলচন্দ্র কোথায় জš§গ্রহণ করেন?
ক ফরিদপুরের কোমরপুরে
খ পাবনার হিমাইতপুরে
গ ঢাকার বারদীতে
ঘ সিলেটের ঢাকা দক্ষিণে

৩৬. হিমাইতপুর কোন নদীর তীরে অবস্থিত?
ক মেঘনা
খ যমুনা
গ পদ্মা
ঘ ব্রহ্মপুত্র

৩৭. ঠাকুর অনুকূলচন্দ্রের পিতার নাম কী ছিল?
ক শিবচন্দ্র চক্রবর্তী
খ শিবচরণ চক্রবর্তী
গ শিবগুরু চক্রবর্তী
ঘ শিমুল চক্রবর্তী

৩৮. ঠাকুর অনুকূলচন্দ্রের মাতার নাম কী ছিল?
ক মনোমোহিনী দেবী
খ মানদা দেবী
গ শচীদেবী
ঘ প্রভাবতী দেবী

৩৯. চিকিৎসক হিসেবে অনুকূলচন্দ্রের কর্মজীবন কোথায় শুরু হয়?
ক রহমতপুরে
খ এনায়েতপুরে
গ হিমাইতপুরে
ঘ বিক্রমপুরে

৪০. কবে ঠাকুর অনুকূলচন্দ্র ইহলোক ত্যাগ করেন?
ক ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারি
খ ১৯৯৬ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারি
গ ১৯৮৬ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারি
ঘ ১৯৬৮ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারি

৪১. ঠাকুর অনুকূলচন্দ্র কতখানা গ্রন্থ রচনা করেন?
ক ৬৪ খানা
খ ৭৪ খানা
গ ৪৬ খানা
ঘ ৪৭ খানা

৪২. মা আনন্দময়ী কোথায় জš§গ্রহণ করেন?
ক রমনায়
খ খেওড়ায়
গ কণখলে
ঘ নৈমিষারণ্যে

৪৩. মা আনন্দময়ীর পিতার নাম কী ছিল?
ক বিপীন বিহারী ভট্টাচার্য
খ গোলক বিহারী ভট্টাচার্য
গ উদয় শঙ্কর ভট্টাচার্য
ঘ তারাশঙ্কর চট্টোপাধ্যায়

৪৪. আনন্দময়ীর মায়ের নাম কী ছিল?
ক অন্নদা সুন্দরী
খ মোক্ষদা সুন্দরী
গ মনমোহিনী দেবী
ঘ কাত্যায়নী

৪৫. মা আনন্দময়ীর স্বামীর নাম কী ছিল?
ক রমণীমোহন চক্রবর্তী
খ দীননাথ চক্রবর্তী
গ রেবতীমোহন চক্রবর্তী
ঘ বড়াল চক্রবর্তী

৪৬. বিয়ের পর মা আনন্দময়ী স্বামীর নাম কী দেন?
ক ভোলানাথ
খ শঙ্করনাথ
গ অভয়চরণ
ঘ দীননাথ

৪৭. কত খ্রিষ্টাব্দে মা আনন্দময়ীর আদি আশ্রম সিদ্ধেশ্বরীতে প্রতিষ্ঠিত হয়?
ক ১৯২৫
খ ১৯৫২
গ ১৯২৬
ঘ ১৯৬২

৪৮. কত খ্রিষ্টাব্দে মা আনন্দময়ী পরলোক গমন করেন?
ক ১৯৭২
খ ১৯৬২
গ ১৯৮২
ঘ ১৯৯২

৪৯. শ্রীল ভক্তিবেদান্তস্বামী কত খ্রিষ্টাব্দে জš§গ্রহণ করেন?
ক ১৮৯৬
খ ১৮৬৯
গ ১৮৭৬
ঘ ১৮৬৭

৫০. শ্রীল ভক্তিবেদান্ত প্রভুপাদের প্রকৃত নাম কী?
ক অনীলচন্দ্র দে
খ অভয়চরণ দে
গ অক্ষরানন্দ দে
ঘ অমিয়চরণ দে

৫১. প্রভুপাদের পিতার নাম কী ছিল?
ক গৌরাঙ্গ চন্দ্র দে
খ গৌরহরি দে
গ গৌরমোহন দে
ঘ গৌরগোবিন্দ দে

৫২. অভয়চরণ কত খ্রিষ্টাব্দে কত বছর বয়সে আমেরিকা যান?
ক ১৯৬৫ খ্রিষ্টাব্দে ৬৯ বছর বয়সে
খ ১৯৫৬ খ্রিষ্টাব্দে ৯৬ বছর বয়সে
গ ১৯৫৫ খ্রিষ্টাব্দে ৭৯ বছর বয়সে
ঘ ১৯৫৪ খ্রিষ্টাব্দে ৭৬ বছর বয়সে

৫৩. কৃষ্ণনাম প্রচারের জন্য প্রভুপাদ যে সূঘটি প্রতিষ্ঠা করেন তার নাম কী?
ক আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সূঘ
খ আন্তর্জাতিক প্রভুভাবনামৃত সূঘ
গ আন্তর্জাতিক প্রভুদর্শনামৃত সূঘ
ঘ আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ দর্শন সূঘ

৫৪. প্রভুপাদ কত খ্রিষ্টাব্দে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সূঘ প্রতিষ্ঠা করেন?
ক ১৯৬৫
খ ১৯৬৬
গ ১৯৫৬
ঘ ১৯৭৬

৫৫. প্রভুপাদ ১৯৬৬ খ্রিষ্টাব্দে কোথায় আšর্জাতিক কৃষ্ণভাবনামৃত সূঘ প্রতিষ্ঠা করেন?
ক লন্ডনে
খ কানাডায়
গ নিউইয়র্কে
ঘ ইতালিতে

Answer Sheet


►► আরো দেখো: ৮ম শ্রেণির হিন্দুধর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর


শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি।  উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৭ম অধ্যায় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।Source link