Categories
Tips and Tricks

সুখবর, জনপ্রিয় এই Realme ফোনে চলে এল Android 13 আপডেট, পাওয়া যাবে নতুন ফিচার





Realme GT 2 Gets Android 13 Update

গতমাসে রিয়েলমি তাদের ফ্ল্যাগশিপ ফোন Realme GT 2 Pro এর জন্য অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক realme UI 3.0 আপডেট রোল আউট করেছিল। এখন এই সিরিজের আরও একটি ফোন একই আপডেট পাচ্ছে। আজ্ঞে হ্যাঁ! আপনি যদি Realme GT 2 ব্যবহার করেন তাহলে সুখবর, কারণ এখন এই ফোনে Android 13 এর সমস্ত ফিচার পাওয়া যাবে।

আপাতত ভারতীয় Realme GT 2 ব্যবহারকারীদের জন্য এই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ আপডেট নিয়ে আসা হয়েছে। তবে এরজন্য ডিভাইসটিকে RMX3312_11.A.20, RMX3312_11.A.21 ভার্সনে চলতে হবে। সেদিক থেকে দেখতে গেলে, যারা বিটা আপডেট পেয়েছিল তারা মূলত নতুন স্টেবল আটডেট পেতে চলেছে।

রিয়েলমির তরফে বলা হয়েছে, শুরুতে ১৫ শতাংশ ইউজার নতুন আপডেট পাবে। এরপর তারা কোনো অভিযোগ না জানালে ধীরে ধীরে সবার জন্য আপডেটটি রোলা আউট করা হবে। আশা করা যায় নভেম্বরের মধ্যেই সবার কাছে নতুন আপডেট পৌঁছে যাবে।

রিয়েলমি ইউআই ৩.০ আপডেট ইনস্টল করার পর রিয়েলমি জিটি ২ ফোনের ভার্সন নম্বর হবে RMX3312_11.C.05। পাশাপাশি ফোনে অ্যাকুয়ামরফিক ডিজাইন দেখা যাবে। এছাড়া সিকিউরিটি আরও জোরদার হবে। শুধু তাই নয়, ফোনের গেমিং এক্সপেরিয়েন্স আরো উন্নত হবে।









Source link