গত এক সপ্তাহের সেরা বিশ্বকাপ একাদশ প্রকাশ হয়েছে। সেরা এই একাদশে ভুগতে থাকা আর্জেন্টিনার দুই সদস্য থাকলেও উড়তে থাকা ব্রাজিল ও ফ্রান্সের আছেন মাত্র একজন।
এদিকে একাদশে গোলরক্ষক হিসেবে আছেন সেজনি (পোল্যান্ড)। ডিফেন্সের ৪ জন হলেন- রামিন রেজাইয়ান (ইরান), দিয়াস (পর্তুগাল), ম্যাগুয়েইর (ইংল্যান্ড), জরি আলবা (স্পেন)।
তাছাড়া মিডে আছেন, ফার্নান্দেজ (আর্জেন্টিনা) ও ক্যাসেমিরো (ব্রাজিল)। অ্যাটাকে আছেন- এমবাপ্পে (ফ্রান্স), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও কুদুস (ঘানা)। মূল স্ট্রাইকার হিসেবে আছেন, ক্রামারিচ (ক্রোয়েশিয়া)।
প্রথম রাউন্ডে আর্জেন্টিনার শেষ ম্যাচ আজ, প্রতিপক্ষ পোল্যান্ড। আজ ম্যাচ আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সেরও।
ফুটবল বিশ্বকাপ
তিউনিসিয়া-ফ্রান্স
সরাসরি, রাত ৯টা
অস্ট্রেলিয়া-ডেনমার্ক
সরাসরি, রাত ৯টা
টি স্পোর্টস, গাজী টিভি, বিটিভি
আর্জেন্টিনা-পোল্যান্ড
সরাসরি, রাত ১টা
সৌদি আরব-মেক্সিকো
সরাসরি, রাত ১টা
টি স্পোর্টস, গাজী টিভি, বিটিভি